নেই TRP, পুরোই ফ্লপ গৌরব-ঋদ্ধিমা জুটি! ফের ‘রান্নাঘরে’ কি সুদীপাকেই ফেরাচ্ছে Zee Bangla?

বাংলাহান্ট ডেস্ক : সুদীপা চট্টোপাধ্যায়কে (Sudipa Chatterjee) নিয়ে যতই বিতর্ক হোক না কেন, রান্নার শোয়ের ক্ষেত্রে তাঁর সঞ্চালনা উপভোগ করে থাকেন অনেকেই। সাধে কী আর বছরের পর বছর ধরে রমরমিয়ে চলেছে ‘জি বাংলার রান্নাঘর’ (Rannaghar)। কিন্তু প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলার পর হঠাৎ করেই শোটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) জায়গায় আসেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের জুটি। শুরু হয় ‘রন্ধনে বন্ধন’ শো। কিন্তু এবার সম্ভবত শেষ হতে চলেছে এই শো।

আবারো ফিরছে সুদীপার (Sudipa Chatterjee) রান্নাঘর

প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবারো স্বমহিমায় ফিরছে জি বাংলার রান্নাঘর। ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর শেষ বার সম্প্রচারিত হয়েছিল এই শো। জি বাংলার সবথেকে পুরনো কুকিং শো এমন হুট করে বন্ধ হয়ে যাওয়ায় অবাক হয়েছিলেন দর্শকরা। আবার এমনো গুঞ্জন ছড়িয়েছিল, সুদীপাকে (Sudipa Chatterjee) নিয়ে নানান বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠার কারণেই নাকি তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় এই শো।

আরো পড়ুন : মৃত্যুর পরেও শান্তি নেই, মরণোত্তর দেহদান করে পস্তাচ্ছেন! বিষ্ফোরক ঋতুপর্ণা

টিআরপি তলানিতে রন্ধনে বন্ধন এর

রান্নাঘর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই স্লট দখল করে আরেকটি কুকিং শো ‘রন্ধনে বন্ধন’। এই শোতে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে গৌরব ঋদ্ধিমা জুটিকে। কিন্তু সুদীপার (Sudipa Chatterjee) রান্নাঘর যেমন ছাপ ফেলতে পেরেছিল দর্শক মনে, রন্ধনে বন্ধন সেই টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে। এবার তাই রান্নাঘর ফেরানোর ঘোষণা করা হল চ্যানেলের তরফে।

আরো পড়ুন : বহু বছর আগে ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ, তবুও রয়েছে তিক্ততা, মালাইকার ঘোর দুঃসময়েও পাশে থাকলেন না সলমন

কবে কখন শুরু হচ্ছে রান্নাঘর

সম্প্রতি একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা পায়েস রাঁধছেন। ভিডিওটি শেয়ার করে জানানো হয়েছে, রান্নাঘর ফিরছে। কবে কখন? চ্যানেলে জানানো হয়েছে, আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে চারটের স্লটে অর্থাৎ রন্ধনে বন্ধন এর জায়গায় শুরু হতে চলেছে রান্নাঘর।

Sudipa Chatterjee

আবারো কি সুদীপাকেই দেখা যাবে রান্নাঘর এর সঞ্চালক হিসেবে? প্রশ্ন উঠলেও জবাব মেলেনি এখনো। তবে পোস্টের কমেন্ট বক্সে অনেকেই দাবি করেছেন, যেহেতু দীর্ঘদিন রান্নাঘর এর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সুদীপাই, তাই এবারেও তাঁকেই ফেরানো হোক।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর