নায়ক নাকি “সমকামী”, তাই ভাঙছে বিয়ে! নয়া চর্চায় শেষমেষ নীরবতা ভাঙলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়া মানে সেখানে হাজারো গসিপ চলছে সবসময়। অভিনেতা অভিনেত্রীদের (Serial) নিয়েও সর্বক্ষণ কোনো না কোনো চর্চা চলতে থাকে। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে এমনো কিছু কিছু গুঞ্জন চলে যা বাইরে আসলে তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে যায়। টেলিপাড়ার এমনি এক জনপ্রিয় নায়ককে নিয়েও সম্প্রতি নানান জল্পনা ছড়িয়েছে টেলিপাড়ায় (Serial)।

জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়ক বিতর্কের মুখে

টেলিভিশনের (Serial) অতি পরিচিত নায়ক তিনি। প্রথম সারির দুই চ্যানেলেই একাধিক ধারাবাহিকে (Serial) কাজ করেছেন তিনি। অনেক কম বয়স থেকেই হিরোর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করছেন তিনি। কিন্তু সম্প্রতি ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের জেরে চর্চায় উঠে এসেছেন অভিনেতা।

Zee bangla serial actor opened up about his sexual orientation

নায়ক নাকি সমকামী: তাঁর বিয়ে নাকি ভাঙনের মুখে। নামী নায়িকার সঙ্গে ‘চুক্তির’ বিয়ে এবার নাকি ভাঙতে বসেছে তাঁর। আলাদা থাকছেন তাঁরা। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে ‘গসিপ গ্রুপ’ এর দাবি, অভিনেতা (Serial) নাকি ‘সমকামী’। আর এই কারণেই নাকি বিয়ে ভাঙছে তাঁর। কথা হচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্যের ব্যাপারে। বিগত কয়েক দিন ধরেই চর্চায় রয়েছেন ইন্ডাস্ট্রির এই ‘চকোলেট বয়’ নায়ক। স্ত্রী তৃণার সাহার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, নিজের ‘সেক্সুয়াল ওরিয়েন্টেশন’ নিয়ে চর্চা, সব মিলিয়ে সময়টা বেশ খারাপ যাচ্ছে তাঁর। কিন্তু যা রটেছে তা কি আদৌ সত্যি?

আরো পড়ুন : জোড়া দুঃসংবাদ! নতুন মেগার কোপে বিপাকে দুই মেগা, বড় সিদ্ধান্ত জলসার

কী জানালেন অভিনেতা: দ্য ওয়াল এর সঙ্গে সাক্ষাৎকারে সবটাই অস্বীকার করেছেন নীল। তাঁর স্পষ্ট কথা, রবিবারেও তৃণার সঙ্গে তাঁর শুট রয়েছে। কর্মব্যস্ততার (Serial) জেরে দুজনের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না মানেই কি তাঁদের বিচ্ছেদ হয়েছে? নীল বলেন, একটি সংসারে মনোমালিন্য, অশান্তি তো হতেই পারে। সবকিছুকে বিচ্ছেদের তকমা দিয়ে দিলে তো মুশকিল।

আরো পড়ুন : চার মাসে “ডবল” বদল, ফের মুখ পরিবর্তন হচ্ছে স্টার জলসার এই সিরিয়ালে!

এমনকি এক সিরিয়ালের মেকআপের আড্ডাতেও নাকি নীলের ‘সেক্সুয়াল ওরিয়েন্টেশন’ নিয়ে চর্চা হয়েছে। এই প্রশ্নের মুখে পড়তেই নীল পালটা প্রশ্ন করেন, যে মজা করে বলছিলেন তাঁর নামটাও সামনে আসুক। তবে এই কথাগুলি তাঁর সামনে দাঁড়িয়ে বলার সাহস তাঁর হবে না বলেই মন্তব্য করেন নীল। শেষে তিনি এও দাবি করেছেন, এখনো তৃণার সঙ্গে এক ছাদের তলাতেই থাকেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর