প্রাইম স্লটে শুরু নতুন মেগা, ভিলেন হয়ে কামব্যাক জি এর নায়কের

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছু সিরিয়ালের (Serial) প্রোমো সামনে এসেছে। বেশ কিছু ধারাবাহিকের শুরুর গুঞ্জনও শোনা যাচ্ছে। আবার কয়েকটি সিরিয়াল পথচলা শুরু করেছে এই সপ্তাহ থেকেই। নতুন গল্প এবং নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছে কিছু একেবারে নতুন সিরিয়াল (Serial)। প্রোমোতেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এর মধ্যে বেশ কিছু মেগা।

শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)

যেকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে তার মধ্যে অন্যতম ‘প্রথম কদম ফুল’। আকাশ আট চ্যানেলে শুরু হতে চলেছে ‘প্রথম কদম ফুল’। ১৭ ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘প্রথম কদম ফুল’ অবলম্বনে এই সিরিয়াল (Serial) তৈরি হচ্ছে। সদ্য সামনে এসেছে এর প্রোমো। গল্পের অনুযায়ী, কাকলির খুব কাছের বন্ধু বিনতা। কিন্তু তাদের সবকিছুই উলটো। এমনকি পারিবারিক এবং আর্থিক দিক থেকেও রয়েছে ভিন্নতা।

Zee bangla serial actor returning in new mega

সামনে এসেছে প্রোমো: সুকান্তর সঙ্গেও কাকলির এমন অনেক পার্থক্য থাকলেও তারা পরস্পরকে খুব পছন্দ করে। কিন্তু বিনতা এই সম্পর্ক মেনে নিতে পারে না। তার মতে, সুকান্ত তার সঙ্গে থাকলেই সুখী হবে। সুকান্তর চরিত্রে অভিনয় করবেন শৌভিক বন্দ্যোপাধ্যায় এবং কাকলির চরিত্রে দেখা যাবে সৌমি বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ‘মিলি’ সিরিয়ালের (Serial) অভিনেতা।

আরো পড়ুন : সমস্ত ওলটপালট TRP লিস্টে, স্লট আটকে রাখা “হেরো” সিরিয়ালকে সরাচ্ছে জলসা!

ফিরছেন মিলির অভিনেতা: মিলি ধারাবাহিকে (Serial) দিলীপ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা দেবজিৎ রায়কে। প্রথম কদম ফুলেও নেতিবাচক চরিত্রে থাকছেন তিনি। বেশ কিছুদিন পর আবারো নতুন সিরিয়ালে (Serial) তাঁকে দেখতে পেয়ে খুশি দর্শকরা।

আরো পড়ুন : প্রোমোতেই বাজিমাত, সফর শুরু নতুন মেগার, এক বছরের বিরতি শেষে কামব্যাক জনপ্রিয় নায়কের

প্রসঙ্গত, আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে সাড়ে সাতটায় শুরু হবে প্রথম কদম ফুল। বর্তমানে এই সময়ে দেখা যাচ্ছে ‘অনুপমার প্রেম’। তবে তিন মাস মাত্র পূরণ করেই শেষ হয়ে যাবে সিরিয়ালটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর