বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) দেখতে কমবেশি পছন্দ করেন সকলেই। আর দর্শকদের ভালোবাসায় ভর করেই বাড়ে টিআরপি। বিভিন্ন চ্যানেলের মধ্যে জি বাংলার জনপ্রিয়তা বরাবরই বেশি থাকে। বছরের পর বছর ধরে নানান স্বাদের সিরিয়াল উপহার দিয়েছে এই চ্যানেল। বর্তমানে জি বাংলায় যে ধারাবাহিক (Serial) গুলি সম্প্রচার হচ্ছে, অধিকাংশই টিআরপিতে এগিয়ে রয়েছে প্রতিপক্ষের থেকে।
জি বাংলার সিরিয়াল (Serial) নিয়ে বড় অভিযোগ
নায়ক নায়িকাদের অভিনয়ের উপরেও নির্ভর করে সিরিয়ালের (Serial) টিআরপি। আর এক্ষেত্রে জি বাংলার সিরিয়ালের নায়িকাদের জনপ্রিয়তা বেশ চড়া। সাপ্তাহিক টিআরপি তালিকা দেখলেই তা বেশ বোঝা যায়। তবে এবার নিজের সিরিয়ালের (Serial) সেট নিয়ে বিষ্ফোরক অভিযোগ করলেন জনপ্রিয় মেগার নায়িকা।
কী অভিযোগ করলেন নায়িকা: সিরিয়ালের (Serial) সেটে ‘নির্যাতন’ এর শিকার তিনি। এমনি মারাত্মক অভিযোগ করেছেন জনপ্রিয় ধারাবাহিকের ওই নায়িকা। এমনকি অভিযুক্ত ব্যক্তিকে সকলের সামনে টেনে নিয়েও এসেছেন নায়িকা। কিন্তু কেন এমন অভিযোগ? সেটে তাঁর সঙ্গে কী এমন ঘটেছে যে এহেন অভিযোগ তুললেন অভিনেত্রী?
আরো পড়ুন : TRP-র রেষারেষি নেই, জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি জি বাংলার প্রিয় নায়িকার
গুরুতর অভিযোগ অভিনেত্রীর: জি বাংলার যে সিরিয়ালের (Serial) কথা হচ্ছে তা হল ‘কোন গোপনে মন ভেসেছে’। সিরিয়ালটি প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় কামাল দেখায়। কিন্তু এবার এই সিরিয়াল নিয়েই বিষ্ফোরক স্বয়ং নায়িকা শ্যামলী (Serial) ওরফে শ্বেতা ভট্টাচার্য। সেটে নাকি নির্যাতনের শিকার হতে হচ্ছে তাঁকে, এমনি অভিযোগ এনেছেন অভিনেত্রী। ব্যাপারটা ঠিক কী?
আরো পড়ুন : “ভারতের প্রচুর টাকা…”, ২১ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করে “স্পষ্ট কথা” ট্রাম্পের
আসলে সবটাই মজার ছলে করেছেন শ্বেতা। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে টেনে এনে তাঁকে বলতে শোনা যায়, “এই যে এঁকে চিনে রাখুন। আমাদের প্রোগ্রামার মানসদা, যাঁকে আমি দাদা বলে ডাকি। তিনি তাঁর এই বোনকে অর্থাৎ আমাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন। আমাকে সেটে ডেকে এনে বসিয়ে রাখেন।” বোনের অভিযোগের মুখে পড়েই হাসিমুখে দাদা স্বীকার করেন, শ্বেতা সেটে এলে জমজমাট হয়ে ওঠে। সকলে এনার্জি পেয়ে যান। দুজনের মধ্যে খুনসুটি বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। আবার রবিবারে শুটিং না করার আবদারও করতে দেখা গিয়েছে শ্বেতাকে।