বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়া থেকে এল এক বড়সড় খারাপ খবর। এই মুহূর্তে স্টুডিও পাড়ায় চলছে একগুচ্ছ সিরিয়ালের (Serial) শুটিং। তাদের মধ্যে বেশ কিছু ধারাবাহিক সাপ্তাহিক টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে। প্রথম পাঁচের মধ্যে জি বাংলার চার চারটি সিরিয়াল (Serial) রয়েছে। তার মধ্যে আবার কিছু নতুন ধারাবাহিক যুক্ত হয়েছে শেষ সপ্তাহের টিআরপি তালিকায়। কিন্তু এবার তাদের মধ্যে একটি জনপ্রিয় মেগার পরিচালক পড়লেন বিপাকে।
ফের টেলিপাড়ায় (Serial) বন্ধ হচ্ছে শুটিং
আবারো বন্ধের মুখে পড়তে চলেছে শুটিং। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘কোন গোপনে মন ভেসেছে’। শেষ সপ্তাহে দুর্দান্ত নম্বর তুলে তিন নম্বরে উঠে এসেছিল সিরিয়ালটি। এই ধারাবাহিকের (Serial) পরিচালক সৃজিৎ রায়। শোনা যাচ্ছে, তিনিই নাকি পড়েছেন বিপদে। তবে তাঁর সিরিয়াল (Serial) নয়, তাঁর আসন্ন সিরিজের শুটিং বন্ধ হতে বসেছে বলে খবর।
শুটিং শুরুর কথা থাকলেও হয়নি: সূত্রের খবর, সরস্বতী পুজোর দিনেই ওয়েব সিরিজের (Serial) শুটিং শুরু হওয়ার কথা ছিল। কল টাইমও দেওয়া হয়েছিল। কিন্তু শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা নাকি হঠাৎ আপত্তি জানিয়েছেন। কাজ করবেন না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। এই নিয়ে পরপর তিনবার ঘটল একই কাণ্ড।
আরো পড়ুন : উত্তপ্ত বাংলাদেশে যেকোনও সময় ঘটবে “বিষ্ফোরণ”! মহা সঙ্কটে ইউনূস
কেন এমন ঘটনা: এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়রাও একই ঘটনার সম্মুখীন হয়েছেন। তবুও কোনো হেলদোল নেই ডিরেক্টরস গিল্ডের। পরিচালক সৃজিৎ রায়, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মুখে কুলুপ এঁটেছেন। পরিচালক সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায় অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কেউ কিছুই জানায়নি। কিছু শোনা গেলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
আরো পড়ুন : ভারতের বাজেটে পোয়াবারো চিনের! ব্যাপারটা কী?
বারবার এমন ঘটনার কারণ কী? আরজিকর কাণ্ডের প্রতিবাদের প্রভাব পড়ছে টলিপাড়ায়, নাকি ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মানহানির মামলার জেরে পরপর বন্ধ হচ্ছে শুটিং? উত্তর খুঁজছে টলিপাড়া।