সমাজে এখনো ব্রাত‍্য তৃতীয় লিঙ্গের মানুষেরা, বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘ফিরকি’

বাংলাহান্ট ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার (zee bangla) ধারাবাহিক ‘ফিরকি’ (firki)। তৃতীয় লিঙ্গদের জীবনযাপন, সমাজে তাদের অবস্থান, দৈনন্দিন জীবনে সমস‍্যা সব নিয়েই শুরু হয়েছিল সিরিয়ালের গল্প। বেশ ব‍্যতিক্রমী ধারাবাহিক হিসাবে শুরু হওয়ার পরেই নজর কেড়েছিল ফিরকি।

কিন্তু হঠাৎ করেই বছর শেষের মুখে এল সিরিয়াল বন্ধ হওয়ার ঘোষনা। আগামীকাল ২৪ ডিসেম্বর হতে চলেছে সিরিয়ালের শেষ শুটিং। শেষ সম্প্রচার হবে ২ রা জানুয়ারি। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত? এমন নয় যে সিরিয়ালের জনপ্রিয়তা কম ছিল। গত সপ্তাহেও ৬.৫ রেটিং ছিল ফিরকির।

Phirki WP Zee Bangla
সিরিয়ালের দুই চরিত্র লক্ষ্মী ওরফে আর্যা ব‍্যানার্জি, রানি ওরফে সুজি ভৌমিক ও প্রযোজক স্নিগ্ধা সবু জানান, দর্শক এখনো ডেইলি সোপের বিষয় হিসাবে তৃতীয় লিঙ্গের জীবন কাহিনি নিতে পারছে না। তৃতীয় লিঙ্গদের টিভিতে দেখলেই নাকি চ‍্যানের ঘুরিয়ে দিচ্ছে বেশিরভাগ দর্শক। শহুরে মানুষ যাও বা গ্রহণ করেছে এই ভিন্নধর্মী সিরিয়াল, গ্রাম‍্য বা আধা শহুরে দর্শক একেবারেই নারাজ এমন চিত্রনাট‍্য নিয়ে।

সিরিয়ালের এক মূল চরিত্র লক্ষ্মী জানান, তৃতীয় লিঙ্গ না হয়েও এই সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কাজটা একরকম চ‍্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলেন আর্যা। ধীরে ধীরে মিশেও গিয়েছিলেন লক্ষ্মীর চরিত্রটির সঙ্গে। কিন্তু শেষমেষ সবই ভেস্তে গেল।

সিরিয়ালের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র রানির গলায় স্পষ্ট আফশোষ। তাঁর কথায়, “এখনো সমাজ আমাদের মতো মানুষদের মেনে নিতে পারছে না। আমাদের আরো লড়াই করতে হবে। প্রযোজক স্নিগ্ধা বসুকে ধন‍্যবাদ এমন একটা বিষয় নিয়ে সিরিয়াল।তৈরি করার জন‍্য। কপালটা আমাদেরই খারাপ।”

সুজি আরো জানান, মাঝে সিরিয়ালে ফিরকির বিয়ের পর সংসার জীবন দেখানো হচ্ছিল। কিন্তু তাতে রেটিং অনেকটাই পড়ে যায়। আবার তৃতীয় লিঙ্গদের জীবন মূল কাহিনিতে ফিরিয়ে আনতেই হু হু করে বাড়তে থাকে রেটিং। কিন্তু ভাল অবস্থানে থেকেও বন্ধ করে দিতে হচ্ছে এই ভিন্নধর্মী সিরিয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর