নায়িকার সঙ্গে বিবাদের জের, ছাড়তে হচ্ছে সিরিয়াল! মুখ খুললেন জি বাংলার নায়ক

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) দেখতে কে না ভালোবাসে। রোজকার একঘেয়েমির মাঝে বিভিন্ন ধরণের ধারাবাহিকগুলিই বিনোদন জোগায় বিভিন্ন বয়সের দর্শকদের। তেমনি কোন সিরিয়ালে কী হচ্ছে, আগামীতে কোন মোড় আসতে চলেছে তা নিয়েও চলে জল্পনা। বিভিন্ন ফ্যানপেজগুলিতেও চলে নানান রকম আলোচনা।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল (Serial) নিয়ে জল্পনা

এই মুহূর্তে টিআরপি তালিকায় যে ধারাবাহিকগুলি (Serial) চমক দেখাচ্ছে তাদের মধ্যে অন্যতম ‘জগদ্ধাত্রী’। জি বাংলার সিরিয়ালটি (Serial) দু বছরেরও বেশি সময় পার করে ফেলেছে। কিন্তু এখনও পর্যন্ত না হয়েছে একবারও স্লট বদল আর না কমেছে টিআরপি। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও আবার স্বমহিমায় ফিরেছে জগদ্ধাত্রী।

Zee Bangla serial hero opened up about rumours of leaving

ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা: গল্প লিপ নেওয়ার পর তিন ধরণের লুক সামলাতে হচ্ছে অঙ্কিতা মল্লিককে। হুইল চেয়ারে বসা জগদ্ধাত্রী, দুর্গা আর জগদ্ধাত্রী সাজা দুর্গার লুকও করতে হচ্ছে অঙ্কিতাকেই। অন্যদিকে স্বয়ম্ভূ ওরফে অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে জল্পনা। অভিনেতা নাকি ছেড়ে দিচ্ছেন সিরিয়াল (Serial)। আর নেপথ্যে কারণ অঙ্কিতা!

আরো পড়ুন : সইফের উপর হামলায় এবার কলকাতা যোগ! ‘রহস্যময়ী’র নাম আসতেই শহরে মুম্বই পুলিশ

মুখ খুললেন নায়ক: টেলিপাড়ায় গুঞ্জন, জি এর জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘জগদ্ধাত্রী’তে নাকি চরম বিবাদ নায়ক নায়িকার মধ্যে। বাস্তবে নাকি মুখ দেখাদেখি প্রায় বন্ধ জগদ্ধাত্রী স্বয়ম্ভূ ওরফে অঙ্কিতা এবং সৌম্যদীপের। যার জেরে গল্প এগোনোর পর পর্দায় দুজনকে একসঙ্গে খুব কমই দেখা যাচ্ছে। জল্পনা এও বলছে, এই বিবাদের জেরেই নাকি সিরিয়াল (Serial) থেকে বাদ পড়তে চলেছেন স্বয়ম্ভূ। তার জায়গায় দুর্গা রূপী অঙ্কিতার নায়ক হয়ে আসবেন অন্য কোনো অভিনেতা।

আরো পড়ুন : শুরু হয়ে গেল আসল খেলা! বাংলাদেশ থেকে মুখ ফেরালেন ট্রাম্প, বিরাট সঙ্কটে ইউনূস সরকার

এবার যাবতীয় জল্পনার জবাব দিলেন সৌম্যদীপ। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্টই জানান, অঙ্কিতার সঙ্গে কোনো রাগারাগি নেই তাঁর। বাস্তবেই খুব ভালো বন্ধু তাঁরা। তিনি সিরিয়ালও ছাড়ছেন না। তাঁর জায়গায় আসছেন না নতুন কোনো নায়ক। সেই সঙ্গে পর্দার স্বয়ম্ভূ এও জানিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গেল। অর্থাৎ অঙ্কিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাবও একই সঙ্গে দিয়ে দিয়েছেন তিনি। স্বয়ম্ভূ যে ধারাবাহিকে থাকছেন তাতে আর কোনো সন্দেহ রইল না। তবে দুর্গার নায়ক হয়ে নতুন কোনো মুখের এন্ট্রি হবে কিনা সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর