উঠেছিল নায়িকা বদলের দাবি, স্লট লিডার হয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষল জি এর মেগা

বাংলাহান্ট ডেস্ক : দর্শকরাই যেকোনো সিরিয়ালের (Serial) ভাগ্য নির্ধারণ করে। দর্শকদের দাবিতে শেষ হতে বসা ধারাবাহিকও যেমন নতুন করে ফিরে আসে, তেমনি আবার দর্শকদের আগ্রহের অভাবে শেষ হয়ে যায় নতুন সিরিয়ালও (Serial)। তবে টিআরপি বাড়াতে নির্মাতাদেরও কম ঝক্কি পোহাতে হয় না। নিত্য নতুন টুইস্ট আনার পাশাপাশি মাঝেমাঝেই নতুন নতুন চরিত্রের আগমন হয় সিরিয়ালে (Serial)।

নায়িকা বদলানোর দাবি জি এর সিরিয়ালে (Serial)

একটি সিরিয়ালের (Serial) শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক অভিনেতা অভিনেত্রীর আগমন হয় গল্পে। আবার চিত্রনাট্যে চরিত্রের প্রয়োজন ফুরোলে তাঁরাও বেরিয়ে যান সিরিয়াল (Serial) থেকে। শুধুমাত্র পার্শ্বচরিত্র নয়, বর্তমানে নায়ক নায়িকাও বদলায় একাধিক সিরিয়ালে।

Zee Bangla serial increased trp this week

কী বলেছিলেন নেটিজেনরা: কিছুদিন আগে জি বাংলার এমনি এক সিরিয়ালের (Serial) নায়িকা বদলের দাবি উঠেছিল দর্শক মহলে। নতুন শুরু হওয়া ধারাবাহিকটি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, স্টার কাস্ট থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় দাঁত ফোটাতে পারছিল না। অনেকেই দোষ দিয়েছিলেন নতুন জুটি, বিশেষত নায়িকাকে। এমনকি নায়কের আগের সিরিয়ালের (Serial) নায়িকার সঙ্গে তুলনা টেনেও হয়েছিল ট্রোল। শেষমেষ নিন্দুকদের উচিত জবাব দিল এই মেগা।

আরো পড়ুন : ৮০০ পর্ব পেরিয়েও তুঙ্গে জনপ্রিয়তা, আরো TRP টানতে নতুন নায়কের এন্ট্রি জি এর সিরিয়ালে

কত টিআরপি তুলল মেগা: কথা হচ্ছে জি এর নতুন ধারাবাহিক (Serial) ‘মিত্তির বাড়ি’ নিয়ে। প্রথম থেকেই টিআরপি তালিকায় পিছিয়ে ছিল সিরিয়ালটি। ‘শুভ বিবাহ’র সঙ্গে কিছুতেই টিআরপিতে এঁটে উঠতে পারছিল না এই ধারাবাহিকটি (Serial)। তবে সম্প্রতি শুভ বিবাহর স্লট বদল হয়েছে। আর ‘চিরসখা’ নতুন শুরু হয়ে টক্কর দিতে পারেনি। তাই এগিয়ে গিয়েছে মিত্তির বাড়ি।

আরো পড়ুন : সব দোষ হাসিনার! বাংলাদেশে অশান্তির দায় ঝেড়ে ফেলতে ভারতকে বিশেষ বার্তা ইউনূসের

এ সপ্তাহে ৫.৯ নম্বর নিয়ে স্লট লিডার হয়েছে মিত্তির বাড়ি। সেই সঙ্গে নিন্দুকদেরও সপাট জবাব দিয়েছে সিরিয়ালটি। দর্শকরা ধীরে ধীরে আগ্রহ পেতে শুরু করেছেন ধ্রুব-জোনাকি জুটির প্রতি। আগামীতে টিআরপিতে দুই সিরিয়ালের কেমন টক্কর হয় সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর