শুরু থেকেই TRP-তে “গোল্লা”, ৮ মাস পেরিয়ে তলানিতে থেকেই বিদায় নিল জি বাংলার সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক : শেষের পথে আরো এক সিরিয়াল (Serial)। জি বাংলায় একের পর এক ধারাবাহিক বন্ধের খবরে মন খারাপ দর্শকদের একাংশের। আবার কিছু কিছু সিরিয়ালের হচ্ছে স্লটবদলও। মোদ্দা কথা, টিআরপি কমলেই বিপাকে পড়তে হচ্ছে ধারাবাহিকগুলিকে (Serial)। তাই গল্প আকর্ষণীয় রেখে দর্শক ধরে রাখার চেষ্টা করছেন সব নির্মাতারাই।

বন্ধ হচ্ছে জি এর আরেক সিরিয়াল (Serial)

তবে সবসময় সেটা সম্ভব হয় না। দর্শকদের পছন্দ বদলাতে থাকে সবসময়। বিশেষ করে নায়ক নায়িকার রসায়ন ‘ক্লিক’ না করলে গল্প হয়ে যায় ফ্লপ। জি বাংলায় একাধারে একগুচ্ছ ধারাবাহিক (Serial) বন্ধের খবর জোরালো হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ‘নিম ফুলের মধু’ শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আরো এক ধারাবাহিকের (Serial) শেষ শুটিং হয়ে গেল।

Zee bangla serial is officially ending

বিশেষ পোস্ট নায়িকার: শেষ হচ্ছে ‘মালা বদল’। বেশ অনেকদিন ধরেই এই ধারাবাহিক (Serial) বন্ধের জল্পনা চলছিল। নিত্যনতুন মোড় এনে টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে এই ধারাবাহিক। আর তারপরেই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত। সংবাদ মাধ্যমের কাছে নায়িকা দিতি ওরফে ঋতু পাইন জানিয়েছেন, শনিবারই সিরিয়ালের (Serial) শেষ শুটিং হয়ে গিয়েছে। আর এবার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের উদ্দেশে এক বিশেষ পোস্ট শেয়ার করলেন ঋতু।

আরো পড়ুন: ভারতের হুঙ্কারে থতমত বাংলাদেশ! আর ভরসা নেই ইউনূসের ওপরেও

কী লিখলেন অভিনেত্রী: উল্লেখ্য, নায়িকা হিসেবে এটাই ঋতুর প্রথম সিরিয়াল (Serial) ছিল। পরিচালকের সঙ্গে কিছু ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, স্বর্ণেন্দুই প্রথম ভরসা করেছিলেন তাঁর উপরে। বুঝেছিলেন যে তিনি ‘ঘটক দিদি’ চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন। আজ দিতি চরিত্রে তিনি যতটুকু করেছেন সবটাই ওই মানুষটার জন্য। তাঁকে যে সুযোগ তিনি দিয়েছেন তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্দার ‘দিতিপ্রিয়া’।

আরো পড়ুন : একী কাণ্ড! বাংলাদেশে আক্রান্ত খোদ ইউনূসের সেনা, গৃহযুদ্ধের ইঙ্গিত পড়শি দেশে?

প্রসঙ্গত, আট মাস আগে জি বাংলায় পথচলা শুরু করেছিল ‘মালা বদল’ ধারাবাহিকটি (Serial)। প্রথম এই ধারাবাহিকেই জুটি বাঁধেন ঋতু পাইন এবং বিশ্বজিৎ ঘোষ। কিন্তু প্রথম থেকেই পিছিয়ে থেকেছে সিরিয়ালটি। গল্পে অনেক মোড় এনেও তোলা যায়নি নম্বর। শেষমেষ বন্ধ হচ্ছে সিরিয়াল। এই স্লটে আনা হবে ‘মিঠিঝোরা’কে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর