বাংলাহান্ট ডেস্ক : নিত্যনতুন টুইস্ট আনতে জি বাংলার জুড়ি মেলা ভার। এমনিতেই বিগত কয়েক সপ্তাহে টিআরপি লিস্টে দাপিয়ে রাজত্ব করছে জি বাংলা। প্রথম পাঁচে এই চ্যানেলেরই অধিকাংশ সিরিয়াল (Serial) রয়েছে। এমনকি প্রাইম টাইম যেগুলি, সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত টানা স্লটগুলি দখলে রেখেছে জি বাংলা। বিপক্ষে জলসার মেগা গুলি (Serial) কার্যত হাবুডুবু খাচ্ছে।
টিআরপি লিস্টে দাপট জি এর সিরিয়ালের (Serial)
সাপ্তাহিক টিআরপি লিস্টে চোখ বোলালেই দেখা যাবে জি বাংলার দাপট। নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু সিরিয়াল (Serial) খুবই ভালো নম্বর তুলছে। জমাটি গল্প আর টানটান উত্তেজনায় ভরা পর্বগুলি দর্শকরা কার্যত গোগ্রাসে গিলছে। সঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে টিআরপি। প্রাইম টাইম গুলিতে উঠতেও পারছে না প্রতিপক্ষ চ্যানেল।
টপার সিরিয়ালে বড় চমক: এই মুহূর্তে সাতটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিটি স্লটেই দারুণ টিআরপি তুলছে জি বাংলার সিরিয়ালগুলি (Serial)। এমনকি বেঙ্গল টপারের তকমাও লাগাতার দখলে রেখে দিয়েছে জি। বিগত ছয় সপ্তাহ ধরে একটানা টিআরপি তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে নতুন ধারাবাহিক (Serial) ‘পরিণীতা’। পারুল রায়ানের দুর্দান্ত রসায়নে হু হু করে বাড়ছে টিআরপি।
আরো পড়ুন : উলটে গেল খেলা, এই মাসেই শেষ শুটিং, মাত্র ৭ মাসেই করুণ পরিণতি জি বাংলার মেগার
কী চলছে গল্পে: অবশ্য পরিণীতার জনপ্রিয় হওয়ার কারণও রয়েছে। একটানা দারুণ চমকে ভরা পর্ব নিয়ে আসছে সিরিয়ালটি (Serial)। বর্তমানে ধারাবাহিকে চলছে রোম্যান্স স্পেশ্যাল পর্ব। রায়ানের প্রতি একটু একটু করে ভালোলাগা জন্ম নিচ্ছে পারুলের মনে। অন্যদিকে শিরিনের জন্য বাধ্য হয়ে তার সঙ্গে সম্পর্কে যায় রায়ান। সবটা দেখে ভেঙে পড়ে পারুল। এর মাঝেই সামনে এল দুর্দান্ত প্রোমো।
আরো পড়ুন : দর্শক খুইয়ে হু হু করে কমছে নম্বর, বিপদের মাঝেই সিরিয়াল ছাড়লেন নায়িকা! বড় ধাক্কা চ্যানেলে
দেখা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে পারুল। তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে গোপাল মহাকুম্ভে যাওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে প্রয়াগরাজ যাওয়ার সিদ্ধান্ত নেয় রায়ানের বন্ধুবান্ধবরাও। মহাকুম্ভে কী অপেক্ষা করে রয়েছে দুজনের জন্য? আগামী ২৪ থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে ‘মহাকুম্ভে মহামিলন’ পর্ব। প্রোমো দেখেই বেশ আগ্রহী হয়ে উঠেছেন দর্শকরা। এতে টিআরপিও আরো বাড়বে বলেই আশা করছেন পরিণীতা ভক্তরাও।