বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই টিআরপি শেষ কথা। নম্বরের হ্রাসবৃদ্ধিতে প্রভাব পড়ে সিরিয়ালেও। এমন একাধিক সিরিয়াল রয়েছে যেগুলি দর্শকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও টিআরপির দৌড়ে পিছিয়ে গিয়েছে। আর বর্তমানে টিআরপির লড়াই যে কেমন কাঁটায় কাঁটায় হয়ে উঠেছে সে বিষয়ে সকলেই অবগত। স্লট দখলে রাখতে না পারলেই সময় বদল হচ্ছে সিরিয়ালের (Serial), নয়তো পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।
টিআরপি না থাকায় শেষ হচ্ছে সিরিয়াল (Serial)
এই মুহূর্তে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, জি বাংলা এবং স্টার জলসার কয়েকটি সিরিয়াল (Serial) বন্ধ হতে বসেছে। আসলে সাপ্তাহিক টিআরপি তালিকাতেও চোখ বোলালে স্পষ্ট হবে, কয়েকটি ধারাবাহিক (Serial) টিআরপিতে বেশ পিছিয়ে রয়েছে। এমনকি গল্পে নতুন নতুন মোড় এনে, সম্প্রচারের সময় বাড়িয়ে দিয়েও লাভ হয়নি। টিআরপিতে কোনো ছাপ পড়েনি।
নায়িকার ইঙ্গিতপূর্ণ পোস্ট: এই মুহূর্তে জি বাংলায় ‘মিঠিঝোরা’ এবং ‘মালাবদল’ দুটিই সম্প্রচারিত হচ্ছে ৪৫ মিনিট করে। কিন্তু দুটি সিরিয়ালেরই (Serial) টিআরপি অত্যন্ত কম। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে মিঠিঝোরা। একেই গল্প প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে, উপরন্তু সম্প্রতি আরাত্রিকা মাইতি-র একটি সোশ্যাল মিডিয়া পোস্টেই জল্পনা আরো বেড়ে গিয়েছে।
আরো পড়ুন : পুরস্কারের নামে “টালবাহানা”, জি বাংলা সোনার সংসারে অপমানিত বেঙ্গল টপার মেগা! গুরুতর অভিযোগ দর্শকদের
শেষ হচ্ছে সিরিয়াল: মিঠিঝোরার (Serial) সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন আরাত্রিকা। সঙ্গে লিখেছেন, ‘পরিশ্রমের কোনো মূল্য নেই, টিআরপির আছে’। পর্দার রাইপূর্ণার এই পোস্ট দেখেই জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে, এবার কি তবে গল্প ফুরোচ্ছে মিঠিঝোরার (Serial)? আরাত্রিকা কি সেই ইঙ্গিতই দিলেন?
আরো পড়ুন : নতুন সিরিয়ালে ফিরেছে জনপ্রিয় জুটি, শুটিংয়ের ফাঁকেই মন দেওয়া নেওয়া টেলিপাড়ায়!
উল্লেখ্য, সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে জুরি স্পেশাল সেরা জুটি নির্বাচিত হয়েছে রাই-অনির্বাণ। কিন্তু অনেকেই মতেই, সেরা মেয়ের পুরস্কার পাওয়া উচিত ছিল রাই ওরফে আরাত্রিকার। কিন্তু ভাগ্যে শিকে ছেঁড়েনি অভিনেত্রীর। সেই কারণেই কি এমন পোস্ট দিলেন আরাত্রিকা? টিআরপির কাছেই হার স্বীকার করতে হল তাঁকে? প্রশ্নটা ভাবাচ্ছে দর্শকদেরও।