TRP কমতেই টপারের ঘাড়ে কোপ, শেষ হতে বসেছে জি এর এই সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপিতে সম্প্রতি সামান্য পিছিয়ে পড়লেও জি বাংলার সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’র জনপ্রিয়তার কথা কেউ অস্বীকার করতে পারবেন না।। জি বাংলার পুরনো সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম নিম ফুলের মধু। একই সঙ্গে যথেষ্ট সফলও। বহুবার বাংলা সেরার স্থান দখল করে নেওয়া সিরিয়ালটি (Serial) সম্প্রতি খানিক টলোমলো হয়ে পড়েছে টিআরপি তালিকায়। আর এর মধ্যেই ছড়িয়ে পড়েছে নিম ফুলের মধু শেষের গুঞ্জন।

শেষ হতে চলেছে নিম ফুলের মধু সিরিয়াল (Serial)

হ্যাঁ, নিম ফুলের মধু নাকি এবার শেষের পথে। দুর্গাপুজো মিটলেই নাকি ইতি টানা হবে ধারাবাহিকের গল্পে। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ার অন্দরে। গত দু বছরে টানা ভালো পারফর্ম করেছে নিম ফুলের মধু। বরাবর প্রথম পাঁচেই থেকেছে এই সিরিয়াল (Serial)। দত্ত বাড়ির বৌমা পর্ণার বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। শুধু তাই নয়। ‘বাবুউউউ’র মায়ের সঙ্গে পর্ণার টক ঝাল টক্কর গুলোও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নিম ফুলের মধু নাকি শেষ হয়ে যাচ্ছে!

আরো পড়ুন : কয়েক মাসেই শেষ ‘কে প্রথম কাছে এসেছি’, সিরিয়ালের মাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদল ছোট্ট মিহি

কী জানালেন রুবেল

সত্যিটা জানতে সংবাদ মাধ্যমের তরফে সৃজন ওরফে রুবেল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান, তাঁর কানেও এমন গুঞ্জন এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে সিরিয়াল (Serial) বন্ধের কোনো খবর এসে পৌঁছায়নি। রুবেল জানান, যেহেতু সামনেই পুজো, তাই তাঁদের এখন ব্যাঙ্কিং এর শুটিং এর খুব চাপ। আবার তিনি এও বলেন, এখন কখন কী হয় কিছুই বলা যায় না। নির্মাতারা সিদ্ধান্ত নেবেন। হয়তো গল্প শেষ হয়ে এসেছে।

আরো পড়ুন : বুদ্ধ বন্দনা ছেড়ে মমতার প্রশংসা, হঠাৎ হল কী জিতুর!

আগামীতে থাকছে কী চমক

সিরিয়ালের (Serial) টিআরপি কমতেই জমজমাট পর্ব আনতে শুরু করেছেন নির্মাতারা। সম্প্রতি সুইটির মুখোশ খোলা পর্ব দেখা গিয়েছে নিম ফুলের মধু তে। এবার ইশার দফা রফা হতে দেখার অপেক্ষায় দর্শকরা। রুবেল বলেন, পর্ণার স্মৃতি ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। সামনে অনেক চমক রয়েছে। আপাতত ইশাকে জব্দ করার ট্র্যাক দেখানো হবে সিরিয়ালে (Serial)।

Serial

প্রথম থেকেই দর্শকরা ভালোবাসা দিয়েছে নিম ফুলের মধুকে। এখনো পর্যন্ত ভালো টিআরপি দিচ্ছে এই সিরিয়াল (Serial)। কিন্তু ধারাবাহিক শেষের গুঞ্জন কাঁটার মতো খচখচ করছে দর্শকদের মনে। অনেকে মনে করছেন, টিআরপি ভালো থাকতে থাকতেই সিরিয়াল শেষ করতে চাইছেন নির্মাতারা। আগামীতে নতুন সিরিয়াল আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। রটনা বলছে, অক্টোবরের শেষের দিকেই নাকি ইতি টানা হতে পারে নিম ফুলের মধুর গল্পে। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর