বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) দেখতে কে না ভালবাসে? দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন সিরিয়ালও আনা হয়। আবার এসব সিরিয়াল নিয়েই শুরু হয় বিতর্কও। গল্পে দেখানো হাস্যকর দৃশ্য, অভিনেতা অভিনেত্রীদের এক্সপ্রেশন নিয়ে চলে ট্রোলিং। জি বাংলার ‘শিশু ভোলানাথ’ এর একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে এমনি ট্রোলিং।
জি এর ধর্মীয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম শিশু ভোলানাথ। বেশ কয়েক মাস হল শুরু হয়েছে সিরিয়ালটি। আসলে এটি একটি হিন্দি সিরিয়াল। জি এর হিন্দি চ্যানেলেই সম্প্রচারিত হত সিরিয়ালটি। বাংলায় ডাবিং করে নতুন করে সম্প্রচার শুরু হয়েছে সিরিয়ালটির। মহাদেবের ছোটবেলার কাহিনি উঠে এসেছে এই সিরিয়ালে।
সম্প্রতি শিশু ভোলানাথের একটি দৃশ্য নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। আর তা নিয়েই শুরু হাসাহাসি। অভিনেত্রীর হাস্যকর এক্সপ্রেশন দেখৈ হেসে লুটোপুটি খাচ্ছে নেটনাগরিকরা। একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে ফুচকা খেয়ে ঝাল লেগেছে। আরেকজন লিখেছেন, এত ভাল ভাল অভিনেত্রীরা রয়েছেন ছোটপর্দায়। নির্বাচনটাও ঠিকঠাক করে করতে পারে না চ্যানেল?
এর মাঝে আরেকজন লক্ষ্য করেছেন, পর্দায় দেবীকে কালো স্পোর্টস ব্রা পরানো হয়েছে! তার উপরে শাড়ির আঁচল, হার আর মুণ্ডমালা। কাণ্ড দেখে চোখ কপালে দর্শকদের। অনেকে জি বাংলার উপরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। এগুলো সিরিয়াল নাকি সার্কাস? দেবদেবীদের নিয়ে স্বেচ্ছাচার আর কতদিন করবে চ্যানেল?
https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/429495882659137/
এটা অবশ্য এই প্রথম বার নয়। কিছুদিন আগে মহালয়ার অনুষ্ঠান নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। দেবী দূর্গা রূপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লম্ফঝম্প, অসুরদের সাজসজ্জা দেখে হেসে গড়িয়ে পড়েছিলেন দর্শকরা। ক্ষোভও উগরে দিয়েছিলেন অনেকে। এবারও ঘটল একই ঘটনা।