‘পরিণীতা’র ধাক্কায় এলোমেলো Zee এর সব স্লট, কোন কোন সিরিয়ালের সময় বদলালো?

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের পছন্দ অনুযায়ী বদলাচ্ছে ধরণ ধারণ। টিআরপির খোঁজে একের পর এক সিরিয়াল (Serial) আনছে চ্যানেলগুলি। এদিকে ধারাবাহিক বাড়লেও স্লটের অভাবে কার্যত মাথায় হাত পড়েছে চ্যানেল কর্তাদের। জি বাংলায় ইতিমধ্যেই দুপুরের স্লটে চলছে কিছু সিরিয়াল (Serial)। কিন্তু ওই স্লটগুলিতে টিআরপি না ওঠায় নতুন কোনো সিরিয়াল ওই সময়ে দেওয়ার পক্ষপাতী নয় চ্যানেল। এমতাবস্থায় নতুন সিরিয়ালের আগমনে বদল হয়েছে সন্ধ্যের একাধিক স্লটে। নন ফিকশন শো থেকে সিরিয়াল (Serial), সময় বদলেছে জি এর বেশ কিছু শো এর।

পরিণীতার জন্য স্লট বদল সিরিয়ালের (Serial)

আগামীতে জি বাংলায় শুরু হতে চলেছে দু দুটি নতুন সিরিয়াল (Serial)। এর মধ্যে ‘পরিণীতা’র স্লট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। পরিণীতার জন্য কোন সিরিয়ালের ঘাড়ে কোপ পড়বে তা নিয়ে চলছিল নানান জল্পনা। প্রথমে সন্ধ্যা সাতটায় অর্থাৎ ‘জগদ্ধাত্রী’র স্লটে আসার কথা ছিল পরিণীতার। কিন্তু শোনা যায়, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দেন, দরকার হলে তিনি সিরিয়াল (Serial) শেষ করে দেবেন, কিন্তু স্লট বদল করবেন না। তাই শেষমেষ ‘নিম ফুলের মধু’কে সরিয়ে রাত আটটার স্লট দেওয়া হয় পরিণীতাকে।

আরো পড়ুন : মিঠুনের সঙ্গে বিয়েটা ‘দুঃস্বপ্ন’ বলেছিলেন! প্রয়াত মহাগুরুর প্রথম স্ত্রী, কে ছিলেন তিনি?

কখন দেখা যাবে নিম ফুলের মধু?

যদিও টিআরপি টপার নিম ফুলের মধু সিরিয়ালটি বন্ধ হচ্ছে না, বরং বদলে যাচ্ছে স্লট। চ্যানেলের তরফে নতুন ঘোষণায় জানা গিয়েছে, রাত আটটার বদলে সন্ধ্যা ছটার স্লটে দেখা যাবে এই সিরিয়াল (Serial)। আগামী ১১ ই নভেম্বর থেকে নতুন সময়ে দেখা যাবে নিম ফুলের মধু। আবার সন্ধ্যা ছটার স্লটে বর্তমানে দেখা যাচ্ছে ‘পুবের ময়না’ সিরিয়ালটি। সময় বদল হবে এই ধারাবাহিকেরও।

আরো পড়ুন : TRP তুলেও এত বড় ধাক্কা! রাতারাতি নায়িকা বদলে গেল Zee এর এই সিরিয়ালে!

পুবের ময়নার নতুন স্লট ঘোষণা

চ্যানেলের ঘোষণা অনুযায়ী, আধ ঘন্টা এগিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হবে পুবের ময়না। আবার এর জেরে বদল হচ্ছে চ্যানেলের দুটি নন ফিকশন শোয়ের সময়ও। দিদি নাম্বার ওয়ান আগে সম্প্রচারিত হত বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত। কিন্তু এবার সময় বদলে সম্প্রচার হবে সাড়ে ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত।

Serial

অন্যদিকে ‘রান্নাঘর’ শো টিও সময় বদলে সম্প্রচার হবে বিকেল ৪ টে থেকে। জানিয়ে রাখি, আগামীতে ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালও শুরু হতে চলেছে জি তে। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিকের স্লট, তবে কোন সময়ে সিরিয়ালটি দেওয়া হবে তা নিয়েই চিন্তায় রয়েছে দর্শকরা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর