ঘনিয়ে এল ‘জি বাংলা সোনার সংসার’এর দিনক্ষণ, থাকছে ‘স্পেশ্যাল’ চমক! কবে হবে সম্প্রচার?

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার দর্শক এবং অভিনেতা অভিনেত্রীদের কাছে অ্যাওয়ার্ড শো একটি দারুণ আগ্রহের বিষয়। আর তা যদি হয় জি বাংলার (Zee Bangla) ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’, তাহলে তো কথাই নেই। অন্যতম প্রথম সারির এই চ্যানেলটি প্রতি বছরই অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন ক্যাটেগরিতে পুরষ্কৃত করা হয় অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের। ২০২৫ এর সোনার সংসার অ্যাওয়ার্ড আসছে কবে?

আসতে চলেছে জি বাংলা (Zee Bangla) সোনার সংসার

যাঁরা দিনরাত খেটে শুট করে দর্শকদের মনোরঞ্জন করেন, সেই সব পর্দার সামনের এবং পেছনের মানুষদের কাজের সম্মান এবং তাঁদের উৎসাহ প্রদানের জন্যই অনুষ্ঠিত হয়ে থাকে জি বাংলা (Zee Bangla) সোনার সংসার অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড শো ঘিরে দর্শকদেরও আগ্রহ থাকে দেখার মতো। কোন সিরিয়াল সেরার সেরা হবে, কারা হবেন সেরা জুটি এ নিয়ে অনুরাগীদের মধ্যেও চলতে থাকে আলোচনা।

 

Zee Bangla sonar sansar award show is coming soon

কবে আসবে প্রোমো: জানিয়ে রাখি, সোনার সংসার ২০২৫ (Zee Bangla) এর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, গত ১৪ ই জানুয়ারি নাকি সোনার সংসারের প্রোমোর কিছু শুটিং হয়েছে। সেখানে নাকি দেখা মিলবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। কবে আসবে প্রোমোর সম্পূর্ণ ঝলক?

আরো পড়ুন : বাথরুমের মতো ছোট ঘরে দিনযাপন, আজ প্রথম সারির নায়িকা শ্বেতা, বিয়েতে কত খরচ করছেন ‘শ্যামলী’ জানেন?

থাকছে বড় সারপ্রাইজ: সাধারণত ফেব্রুয়ারি-মার্চ নাগাদই সম্প্রচার হয় জি বাংলা (Zee Bangla) সোনার সংসার। সেই হিসেবে মনে করা হচ্ছে, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে শুটিং। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো কিছু পাওয়া যায়নি। বিগত দু বছরে সোনার সংসারের (Zee Bangla) মঞ্চে দাপট দেখিয়েছে ‘জগদ্ধাত্রী’ পরিবার। এবছরেও টিআরপিতে এবং জনপ্রিয়তায় কড়া টক্কর দিচ্ছে তারা।

আরো পড়ুন :‘অনিন্দ্য কাকু নিজেই…’, চিরসখা-র প্রোমো দেখে ‘শ্রীময়ী ২’ বলে খোঁচা নেটিজেনদের

এবারের শোতে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন কারা, কোন অভিনেতা অভিনেত্রী জিততে পারেন সেরার শিরোপা, কারাই বা ছিনিয়ে নেবেন সেরা জুটির পুরস্কার? জল্পনা রয়েছে অব্যাহত। অন্যদিকে এবারের অ্যাওয়ার্ড শোয়ের থিম কী হবে তা নিয়েও চলছে চর্চা। প্রোমোর অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর