বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার সোনার সংসার (Zee Bangla Sonar Sonsar) এর প্রোমো শুটিং হয়ে গিয়েছে, একথা আগেই জানিয়েছিলাম আমরা। এবার সেই প্রোমো এল প্রকাশ্যে। প্রতি বছর জি বাংলা সোনার সংসার (Zee Bangla Sonar Sonsar) এর জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা। এই অ্যাওয়ার্ড শো নিয়ে মাতামাতি থাকে চূড়ান্ত পর্যায়ে। উপরন্তু এবার থাকছে এবার থাকছে আরো বড় চমক! কোন থিম হতে চলেছে এবারের অ্যাওয়ার্ড শোতে?
প্রকাশ্যে জি বাংলা সোনার সংসার (Zee Bangla Sonar Sonsar) এর প্রোমো
অন এয়ার হওয়া প্রোমোতে এক ছাদের তলায় আসতে দেখা গিয়েছে সমস্ত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের। তবে অন্যান্য বারের মতো এবারে আর সাবেকি বাঙালি পোশাক নয়, বরং পার্টি মুডে ধরা দিলেন প্রত্যেকে। ঝকমকে মডার্ন পোশাক, সঙ্গে ‘হ্যাপি বার্থডে’ গানে নাচলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, ফুলকি-রোহিত-সৃজন-পর্ণা থেকে অনিকেত-শ্যামলীরা। কিন্তু জন্মদিনটা কার?
থাকছে একাধিক নতুন মুখ: তার উত্তর মিলেছে প্রোমোতেই। এবার সোনার সংসার (Zee Bangla Sonar Sonsar) অ্যাওয়ার্ড এর মঞ্চে উদযাপিত হবে জি বাংলার ২৫ তম জন্মদিন। ইয়া বড় কেক নিয়ে প্রবেশ করতে দেখা যায় কনীনিকা, আবিরদের। থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। এমনকি আসন্ন মেগার নায়ক নায়িকা দিতিপ্রিয়া জিতুকেও দেখা গেল প্রোমোতে। সব মিলিয়ে প্রোমোতেই জমে গিয়েছে সোনার সংসার ২০২৫ (Zee Bangla Sonar Sonsar) অ্যাওয়ার্ড শো।
আরো পড়ুন : হয় না কন্যাদান, সিঁদুর ওঠে বরের কপালেও! মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিককে বুকিংয়ের খরচ জানেন?
কোন থিমে হবে অ্যাওয়ার্ড শো: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে সোনার সংসার (Zee Bangla Sonar Sonsar) এর প্রথম ঝলক। গত ১৪ ই জানুয়ারি নাকি সোনার সংসারের প্রোমোর কিছু শুটিং হয়েছে বলে জানা গিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ নাগাদই সম্প্রচার হয় জি বাংলা (Zee Bangla) সোনার সংসার।
আরো পড়ুন : মড়ার উপর খাঁড়ার ঘা! সুস্থ হয়ে ফিরতেই সম্পত্তি নিয়ে টানাটানি, পৈতৃক ভিটের মালিকানা হারাচ্ছেন সইফ!
এবারের শোতে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন কারা, কোন অভিনেতা অভিনেত্রী জিততে পারেন সেরার শিরোপা, কারাই বা ছিনিয়ে নেবেন সেরা জুটির পুরস্কার? জল্পনা রয়েছে অব্যাহত। কবে সম্প্রচারিত হবে জি বাংলা সোনার সংসার ২০২৫, সেটাই দেখার অপেক্ষা।