বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই জি বাংলায় একাধিক সিরিয়াল (Serial) বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কিছু নতুন ধারাবাহিকও শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। তার জন্য চাই খালি স্লট। সেই কারণেই অন্য সিরিয়াল শেষ হওয়ার প্রয়োজন। এই মুহূর্তে জি বাংলায় নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ ধারাবাহিক (Serial) চলছে। টিআরপি তালিকাতেও নতুন পুরনো দুই ধারাবাহিকেরই প্রভাব দেখা যাচ্ছে। তবে এর মাঝেই দুই সিরিয়ালের নাম উঠে আসছে, যা চলতি বছরেই বন্ধ হতে পারে।
জি বাংলার দুটি সিরিয়াল (Serial) বন্ধের দাবি
দর্শকদের উপরেই নির্ভর করে যেকোনো সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ। দর্শকদের দাবির মুখে পড়ে যেমন ধারাবাহিক শেষের শুটিং হয়েও আবার নতুন করে শুরু হতে পারে, তেমনি দর্শকদের দাবির জেরে বন্ধও হতে পারে সিরিয়াল (Serial)। আর এবার দর্শকদের তরফে দাবি উঠল দুটি সিরিয়াল বন্ধ করে দেওয়ার। কোন সিরিয়াল সেই দুটি?
স্লট হারিয়েছে ধারাবাহিক: উল্লেখ্য, জি বাংলার একটি পুরনো এবং আরেকটি তথাকথিত নতুন সিরিয়াল (Serial) বন্ধ করার দাবি উঠছে। চ্যানেলের এই মুহূর্তে সবথেকে পুরনো সিরিয়াল (Serial) গুলির মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’। দীর্ঘদিন রাত আটটার স্লটে সম্প্রচারিত হলেও বেশ কিছুদিন হল ছটার স্লটে পাঠানো হয়েছে ধারাবাহিকটিকে (Serial)। সেই সঙ্গে এগিয়ে গিয়েছে গল্পও। কিন্তু সময় বদল হতেই স্লট ধরে রাখতে ব্যর্থ হচ্ছে নিম ফুলের মধু।
আরো পড়ুন : টেকেনি ৯ বছরের দীর্ঘ প্রেম, রুবেলের স্ত্রী হওয়ার আগে শ্বেতার প্রেমিক কে ছিল জানেন?
একঘেয়ে গল্পে বিরক্ত দর্শক: অন্যদিকে ৪৫ মিনিটের সম্প্রচার সময় নিয়েও আশাব্যঞ্জক টিআরপি তুলতে পারছে না ‘মিঠিঝোরা’। এক বছরের কিছু বেশি সময় ধরে চলতে থাকা সিরিয়ালটি (Serial) প্রথম দিকে দর্শকদের নজর কাড়েন এখন খেই হারিয়েছে গল্প। এমতাবস্থায় এই দুই সিরিয়াল (Serial) শেষ করার দাবি জোরালো হয়েছে দর্শক মহলে।
আরো পড়ুন : ‘অনিন্দ্য কাকু নিজেই…’, চিরসখা-র প্রোমো দেখে ‘শ্রীময়ী ২’ বলে খোঁচা নেটিজেনদের
দর্শকদের একাংশের দাবি, দুই সিরিয়ালের গল্প এখন প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে। নিম ফুলের মধুতে এবার ইশার মুখোশ খুলে শেষ করা হোক গল্প। অন্যদিকে মিঠিঝোরা নিয়ে কার্যত বিরক্ত দর্শকরা। গল্প একঘেয়ে হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। মিঠিঝোরা অবশ্য শেষ হতে পারে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সঙ্গে নিম ফুলও শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। শেষমেষ চ্যানেল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।