বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি চ্যানেলেই এখন শুধু সিরিয়াল (Serial) শেষ আর শুরুর ধুম। নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ সিরিয়াল বন্ধ হতে বসেছে একাধিক চ্যানেলে। দু বছর পুরনো ধারাবাহিক হোক কিংবা কয়েক মাস আগে শুরু হওয়া গল্প, দর্শকদের আগ্রহ কমলে বিদায় নিতে হয় সবাইকেই। টিআরপির কোপ পড়লে মাঝপথেই গল্প শেষ করতে সিরিয়ালগুলিকে (Serial)।
টিআরপি কমলেই শেষ হয় সিরিয়াল (Serial)
বছরের শুরু থেকেই বেশ কয়েকটি সিরিয়াল (Serial) শুরুর গুঞ্জন শোনা যাচ্ছিল। একই সঙ্গে পুরনো কিছু ধারাবাহিক বন্ধও হতে বসেছে। টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লেই বিদায় নিতে হয় সিরিয়ালকে (Serial)। কারণ ছোটপর্দায় দর্শকদের রায়ই শেষ কথা। নম্বর তুলতে না পারলেই হয় স্লট বদল হয়, নয়তো শেষ করে দেওয়া হয় গল্প। সে পুরনো হোক বা নতুন।
স্লট বদল হচ্ছে মিঠিঝোরার: জি বাংলায় ইতিমধ্যে আসন্ন ‘দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালের (Serial) সম্প্রচারের দিনক্ষণ সামনে এসেছে। আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হতে চলেছে এই ধারাবাহিক (Serial)। আর দুগ্গামণির জন্যই সরে যেতে হয়েছে ‘মিঠিঝোরা’কে। আর সাড়ে নটায় নয়, এবার থেকে রাত দশটা পনেরোর স্লটে দেখা যাবে রাই অনির্বাণের কাহিনি।
আরো পড়ুন : দর্শক খুইয়ে হু হু করে কমছে নম্বর, বিপদের মাঝেই সিরিয়াল ছাড়লেন নায়িকা! বড় ধাক্কা চ্যানেলে
শেষ হচ্ছে মেগা: এদিকে ওই স্লটে আগে দেখা যেত ‘মালা বদল’ সিরিয়াল (Serial)। কিন্তু মিঠিঝোরা ওই সময়ে যেতে মালা বদলকে কোন সময়ে দেখা যাবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে জানা গেল মালা বদলের পরিণতি। মিঠিঝোরার মতো আর স্লট বদল হল না। একেবারে শেষ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটি (Serial)।
আরো পড়ুন : সময় বদলাতেই TRP-র পতন, “স্লট লিডার” থেকে বন্ধের মুখে মেগা! বড় সিদ্ধান্ত জলসার
জানা গিয়েছে, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে মালা বদল সিরিয়ালের (Serial) শুটিং। আগামী ২৮ শে ফেব্রুয়ারিই নাকি শেষ সম্প্রচার হতে চলেছে ধারাবাহিকের। উল্লেখ্য, প্রথম থেকেই সিরিয়ালটি (Serial) টিআরপিতে পিছিয়ে ছিল। এই সাত মাসে প্রথম পাঁচ তো দূরের কথা, সেরা দশের তালিকাতেও জায়গা পায়নি। তবে বেশ কিছুদিন আগে সিরিয়াল বন্ধের গুঞ্জনে নায়িকা দাবি করেছিলেন, এখনো অনেক গল্প বলা বাকি। কিন্তু মাত্র ৭ মাসেই গল্প শেষ হল সিরিয়ালের।