বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) বন্ধ হওয়ার মুখে টেলিপাড়ায়। জি বাংলা এবং স্টার জলসা, দুই তথাকথিত প্রথম সারির চ্যানেলে যেমন শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক, তেমনি কয়েক মাস যেতে না যেতেই বন্ধ হতে বসেছে বেশ কিছু সিরিয়াল (Serial)। কিছুদিন আগেই জানা গিয়েছিল, জি বাংলার নতুন শুরু হওয়া সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’ ইতিমধ্যেই শেষের পথে এগোচ্ছে। এবার টিআরপির বলি হওয়ার আশঙ্কা আরো এক ধারাবাহিকের।
শেষের মুখে জগদ্ধাত্রী সিরিয়াল (Serial)
জি বাংলায় বর্তমানে যে সিরিয়াল (Serial) গুলি সম্প্রচারিত হচ্ছে, তাদের মধ্যে সবথেকে পুরনো নিঃসন্দেহে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। ২০২২ সালের অগাস্টে শুরু হওয়া সিরিয়ালটি (Serial) এখনো পর্যন্ত দিব্যি রমরমিয়ে চলছে। তবে আগের থেকে টিআরপি যে অনেকটাই কমেছে তা স্বীকার করবেন সকলেই। দর্শকরাও অনেকেই মুখ ফিরিয়েছেন জগদ্ধাত্রীর থেকে। তার ফল পড়েছে টিআরপিতে। আর এবার শোনা যাচ্ছে, জগদ্ধাত্রীও নাকি এবার শেষের পথে।
আরো পড়ুন : Sreemoyee Chattoraj: কাঞ্চনই দিতে পারছেন না, ‘ঈশ্বরের কাছে কী চাইব!’ কীসের এত অভিমান শ্রীময়ীর?
টিআরপি কমেছে সিরিয়ালের
একটা সময় ছিল যখন বাংলা সেরার সিংহাসন দখল করে রাখত জগদ্ধাত্রী। সপ্তাহের পর সপ্তাহ ধরে একটানা বাংলা সেরা থেকেছে এই সিরিয়াল (Serial)। সেখান থেকে বর্তমানে প্রথম পাঁচেরও নীচে নেমে গিয়েছে জগদ্ধাত্রী। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে সেরা পাঁচের মধ্যে থাকতে পারছে না সিরিয়ালটি। এর মাঝেই মেগা শেষের গুঞ্জন চিন্তায় ফেলেছে ভক্তদের।
আরো পড়ুন : Dev: ‘CM এর নাম পাল্টে MP’, কুণালের কটাক্ষে পালটা দেব লিখলেন, ‘যাচাই না করে মন্তব্য না করাই ভালো’
সত্যিই শেষ হচ্ছে জগদ্ধাত্রী
শোনা যাচ্ছে, লাগাতার টিআরপির পতনের কারণেই নাকি সিরিয়ালটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সবটাই রয়েছে সোশ্যাল মিডিয়ায় জল্পনার স্তরে। এ বিষয়ে এখনো নির্মাতা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। সম্প্রতি ৮০০ পর্ব সম্পূর্ণ করেছে জগদ্ধাত্রী সিরিয়াল।
বর্তমানে জগদ্ধাত্রী সিরিয়ালে দেখানো হচ্ছে, উৎসবের সঙ্গে বিয়ে হতে চলেছে মালা চ্যাটার্জির। এদিকে বোন মেহেন্দির সংসার বাঁচাতে উঠে পড়ে লেগেছে জগদ্ধাত্রী। মালাকে টাইট দিতে একের পর এক কৌশল আবিষ্কার করছে মুখার্জী পরিবার। শেষমেষ কী হয় সেটাই দেখার।