বাংলাহান্ট ডেস্ক : বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় সিরিয়াল (Serial)। হ্যাঁ, পর্দায় সবকিছুই বেশ খানিকটা অতিরঞ্জিত ভাবে দেখানো হয় ঠিকই, তবে বাস্তবের বহু চিত্রই উঠে আসে সেখানে। আবার অনেক সময় দর্শকরা যাতে বাস্তবের সঙ্গে সিরিয়ালের (Serial) মিল পায় তার জন্য সচেতন ভাবেই কিছু বিষয় নিয়ে আসা হয় ধারাবাহিকে।
সিরিয়ালে (Serial) এবার বাস্তব চিত্র
বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে (Serial) যেমন টেনে আনা হয়েছে বাস্তবে ঘটে চলা কিছু বিষয়বস্তু। এতে ফলও মিলেছে হাতেনাতে। টিআরপিতে বেশ স্পষ্ট প্রভাব পড়েছে গল্পের ট্র্যাক বদলানোয়। আর এবার সাম্প্রতিক পর্বে যা দেখানো হল, তারপর সিরিয়ালের (Serial) টিআরপি কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বলেই আশা করছেন দর্শকরা।
সিরিয়ালে মহাকুম্ভ পর্ব: কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘পরিণীতা’র ব্যাপারে, যেখানে বর্তমানে চলছে মহাকুম্ভ স্পেশ্যাল পর্ব। বাস্তবে মহাকুম্ভ শেষ হয়ে গেলেও সিরিয়ালে (Serial) দেখানো হচ্ছে, রায়ান পারুলরা দল বেঁধে পৌঁছে গিয়েছে মহাকুম্ভে। আর সেখানে গিয়েই একের পর এক কাণ্ড ঘটে চলে তাদের সঙ্গে। এমনকি মহাবিপদে পড়ে শিরিন। আর তাকে রক্ষা করে খোদ পারুল।
আরো পড়ুন : ৫ মাসের লাগাতার পতন! এবার ঘুরে দাঁড়াল এই সেক্টর, শেয়ারের দাম বাড়তেই কেনার জন্য শুরু হুড়োহুড়ি
কী চলছে গল্পে: সাম্প্রতিক এপিসোডে (Serial) দেখা গিয়েছে, রায়ান পারুলকে সমর্থন করায় শিরিন রেগেমেগে একাই বেরিয়ে পড়ে মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার জন্য। কিন্তু রাস্তা হারিয়ে সে গিয়ে পড়ে কিছু বদ লোকের খপ্পরে। কিছু অসৎ মানুষ তাকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে তাকে হন্যে হতে খুঁজে বেড়ায় পারুল, মল্লাররা। শেষমেষ এক সাধুবাবা সাহায্য করে পারুলকে। আর তারপরেই কয়েকজন সাধুবাবাকে সঙ্গে নিয়ে ত্রিশূল হাতে শিরিনকে উদ্ধার করতে ছোটে সে।
আরো পড়ুন : নিজেদের যুদ্ধবিমান নিয়ে আজব দাবি চিনের, পর্দাফাঁস করে ভারতের বায়ুসেনা প্রধান যা বললেন…
সব গুন্ডাদের সঙ্গে লড়াই করে শিরিনকে কোলে তুলে হিরোর মতোই নিয়ে আসে পারুল। পরে রায়ান পারুলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলে ফের রেগে গিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে শিরিন। সঙ্গে সঙ্গে তাকে চড় কষায় পারুল। এদিনের এপিসোড দেখে উচ্ছ্বসিত দর্শকরা। অনেকে মন্তব্য করেছেন, এবার টিআরপি ধরাছোঁয়ার বাইরে যাবে।