রাই, ফুলকি, শ্যামলী! কার স্লটে আসছে ‘আনন্দী’? জি বাংলার নতুন মেগা নিয়ে বিরাট আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে ‘আনন্দী’র সফর। সদ্য প্রকাশ্যে এসেছে ঋত্বিক-অন্বেষা জুটির নতুন ধারাবাহিকের প্রোমো। আর তারপরেই শুরু হয়েছে টাইম স্লট নিয়ে চর্চা। কোন সিরিয়ালের (Bengali Serial) জায়গা নেবে এই মেগা? আপাতত এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এর মাঝেই সামনে এল বড় আপডেট!

কোন স্লটে শুরু হচ্ছে ‘আনন্দী’ (Bengali Serial)?

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে আসন্ন এই মেগার প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নায়ক বড় ডাক্তার হলেও নিজের ঠাকুমাকে ইঞ্জেকশন দিতে পারছে না। ঠাকুমা দিব্যিতে আটকা পড়েছে সে। ঠাকুমার একটাই দাবি, তার জন্য ফুটফুটে একটা নাতবৌ এনে দিতে হবে। একথা শুনে নায়ক বলে, তোমার জন্য নাতবৌ নয়, নার্স দরকার।

   

এরপরেই এন্ট্রি হয় সিরিয়ালের (Serial) নায়িকার। সে পেশায় একজন নার্স। নায়কের ঠাকুমার দেখভাল করতে আসে। হাসি, গল্পের মাঝে অনায়াসে ঠাকুমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় নায়িকা। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় নায়ক। সে বলে, ‘আপনার হাতটা তো বেশ ভালো’। একথা শুনে নায়িকা বলে, ‘হাত-টাত কিছু নয়, আসলে ভালোবাসতে বাসতে মনের অসুখ সারাতে শিখে গিয়েছি স্যার’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের মাঝেই মিমিকে ধর্ষণের হুমকি! চরম পদক্ষেপ অভিনেত্রীর … তোলপাড় বাংলা!

ভিন্ন স্বাদের এই মেগার প্রোমো ইতিমধ্যেই প্রশংসা আদায় করে নিয়েছে দর্শকদের। ঋত্বিক-অন্বেষা জুটির কামব্যাক দেখতেও মুখিয়ে রয়েছেন অনেকে। এমতাবস্থায় কোন স্লটে ‘আনন্দী’ (Anondi) শুরু হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই আবহে সামনে এল বড় আপডেট।

Bengali serial Anondi

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আনন্দী’কে জায়গা করে দিতে হয়তো জি বাংলার কোনও সিরিয়ালের (Bengali Serial) ওপর কোপ পড়বে না। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে ঋত্বিক-অন্বেষার মেগার সম্প্রচার। সন্ধ্যা ৬টা অথবা রাত ১০টার স্লটে এই মেগা দেখানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এখনও অবধি অফিশিয়াল ঘোষণা হয়নি, আপাতত সেটার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর