‘প্রোমোতেই পরকিয়া’! শুরুতেই ‘কাজল নদীর জল’ নিয়ে তুমুল ট্রোলিং

বাংলা হান্ট ডেস্ক: ত্রিকোণ প্রেমের কাহিনী মানেই সুপারহিট যে-কোনো বাংলা সিরিয়াল (Bengali Serial)। বেশ কিছুদিন ধরেই কানাঘুষে শোনা যাচ্ছিল জি বাংলার (Zee Bangla) পর্দায় ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক। অবশেষে সেই জল্পনাকে সত্যি করেই প্রকাশ্যে এলো জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Haldar), মৈনাক বন্দোপাধ্যায়  (Mainak Banerjee) আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) নতুন ধারাবাহিকের (Bengali Serial) প্রথম প্রমো।

নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) নাম ‘কাজল নদীর জলে’র প্রোমো

জি বাংলার এই নতুন ধারাবাহিকের (Bengali Serial) নাম ‘কাজল নদীর জলে’ (Kajol Nodir Jole)। আসন্ন এই মেগার শুরুতেই দেখা যাচ্ছে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন গল্পের নায়িকা কঙ্কা। আর পাশে বসেই গান গাইছেন সমুজ্জ্বল বসু।  সিরিয়ালে কঙ্কার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরুণিমা হালদার। আর সমুজ্জ্বলের ভূমিকায় রয়েছেন মৈনাক।সিরিয়ালের প্লট অনুযায়ী তাঁরা দুজনেই যে একে অপরকে ভালোবাসেন তা তাদের চোখে মুখেই স্পষ্ট।

কিন্তু পরিস্থিতির চাপে এক নিমেষে ওলট-পালট হয়ে যায় সবটা। কঙ্কার বিয়ে হয়ে যায় এক অন্য পাত্রের সাথে। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে বহুদিন পর আবার কঙ্কার কানে আসে কলেজের সিনিয়র সেই সমুজ্জ্বলের গানের গলা।কিন্তু সেই গানের আসরে গিয়ে পৌঁছানোর আগেই সেখান থেকে চলে যায় কঙ্কার বরের প্রিয় সোনাদা। এরপর বৌভাতের সকালে খাবার টেবিলে কঙ্কার সাথে পরিচয় হয় সকলের।

সেখানেই বহু বছর পর আবার মুখোমুখি দেখা হয় তাদের । জানা যায় এই সোনাদাই আসলে কঙ্কার পুরনো প্রেমিক সমুজ্জ্বল বসু। তাই বহুদিন পর এভাবে আচমকা দুজন দুজনের মুখোমুখি হয়ে অবাক হয়ে যায় তাঁরা। কঙ্কা এদিন সবার সামনে বুঝিয়ে দেয় সোনাদা হল আসলে যাদবপুর ইউনিভার্সিটি ২০১৯ এর ব্যাচের সমুজ্জ্বল বসু। যাকে সে খুব ভালো মতো চেনে।

আরও পড়ুন: আর নেই অক্ষয় কুমার! একেরপর এক শোকবার্তা পেয়ে স্তম্ভিত বলিউডের ‘খিলাড়ি’

ইতিমধ্যেই জানানো হয়েছে এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ। যা থেকে জানা যাচ্ছে  আগামী ১২ ই আগস্ট দুপুর ২ টো থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। কিন্তু আচমকা এমন সুন্দর প্লটের নতুন ধারাবাহিকটিকে দুপুর দু’টো স্লটে পাঠানোয় বেশ অবাক হয়েছেন দর্শকরা।

কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ধারাবাহিক দুপুরের স্লটে সম্প্রচারিত হয়, ব্যস্ততার কারণে সেগুলি অধিকাংশ দর্শকই দেখতে পান না। যার ছাপ পড়ে টিআরপি তালিকায়। যার ফলস্বরূপ খুব কম সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হয় সেই ধারাবাহিক। তাই এই নতুন সিরিয়াল নিয়ে একই আশঙ্কা তৈরী হয়েছে দর্শকমহলে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর