জলে ডুবে গেল ফুলকি! আবার কবে ফিরবে নতুন রূপে?

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলা ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের দর্শকদের জন্য প্রায়  প্রত্যেক সপ্তাহেই থাকছে নিত্য নতুন চমক। এই কারণেই এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও এখনও পর্যন্ত রমরমিয়ে  চলছে এই ধারাবাহিকটি (Phulki)। পর্দায় ফুলকি (Phulki) চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল।  প্রথম সিরিয়ালেই দিব্যানির অভিনয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

‘ফুলকি’র (Phulki) নতুন প্রোমো

এই অল্প কয়েক দিনের মধ্যেই ফুলকি হয়ে উঠেছে দর্শকদের একেবারে ঘরের মেয়ে। ধারাবাহিকে তাঁর বিপরীতে প্রধান নায়ক রোহিতের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু। পর্দায় রোহিত-ফুলকির জুটি এখনও দর্শকদের কাছে হট ফেভারিট। প্রথমবার একসাথে জুটি বাঁধলেও তাঁদের দেখে তা বোঝার উপায় নেই। পর্দায় তাঁদের মিষ্টি রসায়ন দেখলেই মন গলে যায় দর্শকদের।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ফুলকি  নানাভাবে তার রোহিত স্যারকে মনের কথা বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই সফল হচ্ছে না। অন্যদিকে রোহিত মনে মনে ফুলকিকে ভালোবেসে ফেললেও তাকে সে কথা স্পষ্ট জানাতে পারছে না। তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেই একটু একটু করে একে অপরের কাছাকাছি  আসতে শুরু করেছে রোহিত-ফুলকি।

তাই এই মুহূর্তে দর্শকরা রোহিত-ফুলকি জুটির রসায়নে বুঁদ হয়ে রয়েছেন। প্রসঙ্গত তাঁদের এই জুটিটাই হল এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি। সেইসাথে রয়েছে প্রত্যেক সপ্তাহের ধামাকাদার এপিসোড। এই মুহূর্তে এই মেগায়  চলছে টানটান উত্তেজনার পর্ব। যা থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে  পারছে না দর্শকরা।

আরও পড়ুন : ‘চিনি’ থেকে মাঝপথে বাদ পড়ার পর, নতুন রূপে ফিরছেন ‘খেলনাবাড়ি’র গুগলি ইন্দ্রাণী

ফুলকির এই জমজমাট পর্বই  টিআরপি তালিকায় তাদের জন্য এনে দিয়েছে শীর্ষস্থান। দিনে দিনে  একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফুলকি। তাই রায়চৌধুরী বাড়ির রোহিত-ফুলকির  সাথে প্রতিযোগিতায় পেরে  উঠছে না অন্য কোন ধারাবাহিক। এরই মধ্যে দেখতে দেখতে এসে গিয়েছে ফুলকির আরও এক নতুন ট্র্যাক। সদ্য প্রকাশে এসেছে তারই নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে রুদ্র এবার ফুলকিকে প্রাণে মারতে এক বিশাল বড় ফাঁদ পেতেছে।

নিজের অজান্তেই ফুলকিও রুদ্রর পাতা সেই ফাঁদে পা দিয়ে দেয়। অন্যদিকে তখনই রুদ্রর  ভাড়া করা গুন্ডা ফুলকির দিকে গুলি চালায়। এরপর দেখা যায় গুলিবিদ্ধ হয়ে জলে পড়ে গিয়ে ডুবে যায় ফুলকি। আর তখনই স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই ‘ফুলকি’ বলে চিৎকার করে ওঠে রোহিত। এই পর্ব দেখে দর্শকরা মনে করছেন ফুলকি সিরিয়ালের এই ট্র্যাক সম্পূর্ণ নকল করা হয়েছে মিঠাই ধারাবাহিক থেকে। তাই দর্শকদের অনুমান জলে ডুবে যাওয়ার পর ফুলকিও মিঠাই- এর মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে।  আর নতুন রূপে ফিরে আসবে রায়চৌধুরী বাড়িতে। এখন দেখার সত্যিই আগামী দিনে এমন কিছু দেখানো হয় কিনা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর