মাত্র ২ মাসেই লাল বাতি! ‘পুবের ময়না’র স্লট ঘোষণা হতেই শেষ, জি বাংলার আরও এক জনপ্রিয় মেগা

   

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে সাথে এখন আমূল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) ট্রেন্ড। তাই এখন আর বছরের পর বছর কোন ধারাবাহিকই চলে না।  খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে ছয় মাস কিংবা বড় জোর ১ বছর। এরইমধ্যে শেষ করে দেওয়া হয় অধিকাংশ বাংলা ধারাবাহিক। নতুন পুরনো কিংবা কম বেশি জনপ্রিয় কোন কিছুই আর বাধা ধরা নিয়ম মেনে চলছে না এক্ষেত্রে।

আসলে এখনকার দিনে পরিবর্তিত ট্রেনের সাথে সাথে সব বাংলা সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই টিআরপিতে টান পড়লে নির্দ্বিধায় সেই  সিরিয়াল বন্ধ করে দিচ্ছে। তাছাড়া দিনের শেষে সিরিয়াল মেনেই ব্যবসা। তাই ভালো লাভ না হলে তা সটান বন্ধ করে দিচ্ছে প্রোডাকশন হাউস এবং চ্যানেলগুলি।

এবার তেমনই ঘটতে চলেছে জি বাংলার (Zee Bangla) একটি  নতুন মেগা সিরিয়ালের ক্ষেত্রে। জানা যাচ্ছে এবার মাত্র দু মাসেই বন্ধ হতে চলেছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ (Ashtami)। তার জায়গায় আসতে চলেছে এই চ্যানেলের আরও একটি নতুন মেগা ‘পুবের ময়না’ (Puber Moyna)। দুই বাংলার কাহিনীকে কেন্দ্র করে এগোবে এই সিরিয়াল। এই ধারাবাহিকের প্রধান নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চৌধুরী।

আরও পড়ুন: মাত্র ২ মাসেই টাটা! TRP -র অভাবে ঝাঁপ বন্ধ হচ্ছে জি বাংলার এই নতুন মেগার

তাঁকে শেষ বার দেখা গিয়েছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। অন্যদিকে তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন ঐশানী দে। কিছুদিন আগে এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর এবার জানানো হলো এই সিরিয়ালের প্লট। জানা যাচ্ছে, আগামী ২৪ জুন থেকে বিকেল ছটায় সম্প্রচার হবে পুবের ময়নার।

তাই শেষ আশা টুকুও আর রইল না অষ্টমী ভক্তদের। এদিন পুবের ময়নার স্লট ঘোষণা হতেই একরাশ মন খারাপ নিয়ে এক অষ্টমী ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পুবের ময়না ধারাবাহিক যদি ৬টায় সম্প্রচার হয়, তাহলে অষ্টমী ধারাবাহিক কখন সম্প্রচার হবে? জি বাংলায় একমাত্র অষ্টমী ধারাবাহিক ছাড়া আর কোনও ধর্মীয় ভিত্তিক ধারাবাহিক নেই। তাই যদি অষ্টমী ধারাবাহিক শেষ হয় তাহলে সুব্রত রায়ের প্রোডাকশন হাউজের একটি নতুন ধর্মীয় ধারাবাহিক নিয়ে আসলে ভালো হয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর