২৫’শে পা রাখার আগেই কোটি কোটি টাকা মালিক! আদৌ সম্ভব? কিভাবে তাক লাগালেন এই তরুণ ?

বাংলাহান্ট ডেস্ক : সফলতার ক্ষেত্রে বয়স যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না তার প্রমাণ অতীতে বহুবার পাওয়া গেছে। আজ তেমনই এক তরুণ যুবকের কাহিনী আপনাদের বলতে চলেছি যিনি এই মুহূর্তে ভারতের সবথেকে কনিষ্ঠতম সিইও। বয়স ২৫ ছোঁয়ার আগেই এই তরুণ কোটি কোটি টাকার মালিক। ভারতের সর্বকনিষ্ঠ CEO আদিত পালিচা।

CEO আদিত পালিচার উত্থান 

আদিত ২০০১ সালে জন্মগ্রহণ করেন মুম্বাইয়ে। যখন তাঁর বয়স মাত্র ২০ তখনই তিনি ব্যবসায় বিনিয়োগ শুরু করেন। মাত্র তিন বছরেই চূড়ান্ত সফলতার মুখ দেখেন আদিত। কোটি কোটি টাকা উপার্জন করে আদিত হয়ে ওঠেন ভারতের সর্বকনিষ্ঠ সফল সিইও (CEO)। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন আদিত।

CEO

করোনা মহামারীর সময় যখন অনলাইনে পড়াশোনা শুরু হয়, তখন মাঝপথেই আদিত সরে আসেন কলেজের পড়াশোনা থেকে। তার পরের বছরই আদিত স্থাপনা করেন অনলাইন গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম জেপ্টো (Zepto)। প্রথম বছর এই ব্যবসা থেকে আদিত (Aadit Palicha) রোজগার করেন ৭ হাজার ৪০০ কোটি টাকা।

আরোও পড়ুন : উচ্চতায় এত খাটো, রানি মুখার্জিকে ‘দেড় ফুটিয়া’ বলে রাগাতেন এই অভিনেতা! পালটা কী নাম দেন অভিনেত্রী?

তিন বছরে সেই ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ হাজার কোটি টাকায়। হুরুনের ধনকুবেরদের তালিকায় ২০২২ সালে নাম তুলে ফেলেন এই উদ্যোগপতি। আদিত মাত্র ১৭ বছর বয়সে শুরু করেন নিজের কর্মজীবন। বর্তমানে জেপ্টোর কর্ণধার আদিত মাত্র ১৭ বছর বয়সে খোলেন নিজের প্রথম ব্যবসা গো-পোল।

সেই ব্যবসায় অবশ্য তেমনভাবে সফলতা আসেনি। তারপর আদিত খোলেন জেপ্টো। গোটা ভারতে এই সংস্থা এখন দাপটের সাথে ব্যবসা করছে। অতি দ্রুত গ্রাহকের বাড়িতে গ্রসারি পণ্য পৌঁছে দিচ্ছে এই সংস্থা। এমন মার্কেট স্ট্র্যাটেজি আদিতকে দিয়েছে চূড়ান্ত সাফল্য। এই তরুণ বয়সেই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে উঠেছেন মুম্বাইয়ের এই যুবক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর