বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু অর্থ গচ্ছিত রাখা নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সরকারি হোক কিংবা বেসরকারি, ব্যাংক অ্যাকাউন্টের ভেরিয়েন্ট অনুযায়ী প্রত্যেক গ্রাহককে নূন্যতম গড় ব্যালেন্স বজায় রাখতে হয় অ্যাকাউন্টে। সেই গড় ব্যালেন্স বজায় না রাখলে গ্রাহকের উপর চাপে জরিমানা।
এই অবস্থায় বেশকিছু ব্যাংক রয়েছে যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের (Zero Balance Account) সুবিধা দিয়ে থাকে। সোজা কথায় বলতে গেলে এই অ্যাকাউন্টগুলিতে নূন্যতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন পড়ে না। যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরোও হয়ে যায় তাহলেও দিতে হবে না কোনও জরিমানা। এমনকি আধার কার্ড, প্যান কার্ড থাকলে ঘরে বসেই এই ব্যাংকগুলিতে খুলে ফেলা যায় অ্যাকাউন্ট।
জনপ্রিয় কিছু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account):
• KOTAK 811 : কোটাক মহিন্দ্রা ব্যাংক 811 নামক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করে থাকে গ্রাহকদের। গোটা দেশজুড়ে রয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ব্রাঞ্চ। পাশাপাশি গ্রাহকরা 811 অ্যাপের মাধ্যমেও করতে পারবেন ব্যাংকের যাবতীয় কাজ। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোটাক মহিন্দ্রা ব্যাংক দিচ্ছে চেক বুক ও এটিএম কার্ডের সুবিধাও।
আরোও পড়ুন : ডিসেম্বরেই লক্ষ্মীলাভ! এই প্রকল্পে মোটা টাকা দেবে রাজ্য সরকার! কাদের অ্যাকাউন্টে ঢুকবে?
• Indus Delite জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট : Indusind ব্যাংক Indus Delite জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অফার করছে গ্রাহকদের। অনলাইনে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তৎক্ষণাৎ এই অ্যাকাউন্ট খোলা যায়। Indus Delite জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে থাকছে ৫% পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। ডেবিট কার্ডের উপর রয়েছে বিনামূল্যে ১.৫ লক্ষ টাকার কমপ্লিমেন্টারি বীমা কভার।
• AU DIGITAL SAVING ACCOUNT : দুর্দান্ত জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করছে AU SMALL FINANCE BANK । অ্যাকাউন্ট খোলার জন্য কোথাও যেতে হবে না। ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে ডিজিটাল পদ্ধতিতে খোলা যাবে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বিশেষত্ব হল এখানে বার্ষিক ৭.২৫ শতাংশ হারে মেলে সুদ। সেই সুদ প্রদান করা হয় প্রতিমাসে। এছাড়াও ডিজিটাল লেনদেন করার ক্ষেত্রে সহায়ক হতে পারে এই অ্যাকাউন্ট। পাশাপাশি এই অ্যাকাউন্টে থাকছে ফিজিক্যাল ডেবিট কার্ডের সুবিধাও।