টানা দশ ম্যাচ জিতে 34 তম লা লিগা জিতে নিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদের পুরো খেলা ধরণই বদলে দিয়েছেন। জিনেদিন জিদান শুধুমাত্র ফুটবলার হিসাবেই সাফল্য পাননি কোচ হিসাবেও দ্বিতীয়বার লা লিগা জেতা হয়ে গেল জিদানের। এক কথায় বলতে গেলে জিদান নিজেই একজন কিংবদন্তী। আর কিংবদন্তির দায়িত্বে থাকা ক্লাব তো ভালো পারফরম্যান্স করবেই।
বৃহস্পতিবার দ্বিতীয়বার লা লিগা জিতলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। এর আগে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার নজির গড়েছেন জিদান। তবে এইদিন লা লিগা জিতে এই লা লিগা জয়কে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকেও আগে রাখলেন জিদান।
রিয়াল মাদ্রিদ এর দায়িত্ব নেওয়ার পর জিদানের 11 টি ট্রফি জেতা হয়ে গেল। মাত্র 209 টি ম্যাচ খেলেছে জিদানের নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ। তার মধ্যে 11 টি ট্রফি জয় অর্থাৎ প্রত্যেক 19 ম্যাচে একটি করে ট্রফি জিতেছেন জিনেদিন জিদান। তবে অন্য সব ট্রফি জয়ের থেকেও এবারের লা লিগা জয় কে এক অন্য পজিশনে রাখছেন জিনেদিন জিদান। তিনি বলেছেন এবারের ট্রফি জয় আমার কাছে সেরা। যেটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকেও বেশি আনন্দ দিচ্ছে।