সুপার টুয়েলভে জিম্বাবোয়ে, জানুন ভারতের প্রতিপক্ষ হলো কোন দুই দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সিকান্দার রাজার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে স্কটল্যান্ডকে হারিয়ে জিম্বাবোয়ে দ্বিতীয় দল হিসেবে গ্রূপ বি থেকে সুপার টুয়েলভে উঠেছে। যদিও আজকে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছিল স্কটল্যান্ড। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভালো কিছু করতে পারেনি।

zimbabwe

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার হেনরি মুন্সি ছাড়া বাকিরা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। মাছের ওভার গুলিতে ম্যাকলড একটু দৃঢ়তা না দেখাতে পারলে আজ ১০০ রানের গণ্ডিও অতিক্রম করতে পারতো না স্কটল্যান্ড। ৫১ বলে ৭টি চার সহ ৫৪ রানের একটি ইনিংস খেলেন মুন্সি। তার ব্যাটিংয়ের দৌলতেই মূলত ২০ ওভারে ১৩২ রান তুলতে পেরেছিল তারা। ২ টি করে উইকেট নিয়েছিলেন চাতারা এবং নাগ্রভা। ১টি উইকেট পেয়েছিলেন সিকান্দার রাজা।

এরপর রান তাড়া করতে নেমে কিছুটা সমস্যায় জিম্বাবোয়েও পড়েছিল। ওপেনার ক্রেগ এক প্রান্ত সামলে রাখলেও অপর দিকে উইকেট হারাচ্ছিল আফ্রিকার দলটি। এরপর সিকান্দার রাজা নেমে পরিস্থিতি সামলে নেন। ২৩ বলে ৪০ রাবের আগ্রাসী একটি ইনিংস খেলেন তিনি যা ম্যাচ জিম্বাবোয়ের দখলে আনতে সাহায্য করে। ৫৪ বলে ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলেন ক্রেগ এরভিন। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। এই ম্যাচের মাধ্যমে প্রথম রাউন্ডের লড়াই শেষ। এবার সুপার টুয়েলভের গ্রূপগুলির সম্পূর্ণরূপ দেখে নেওয়া যাক….

গ্রূপ ১:
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
আয়ারল্যান্ড
ইংল্যান্ড
নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা

গ্রূপ ২:
ভারত
পাকিস্তান
বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা
জিম্বাবোয়ে
নেদারল্যান্ডস

 

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর