ধোনির কন্যাকে বিশেষ উপহার পাঠালেন মেসি! ইন্সট্রাগ্রামে সেই উপহারের ছবি পোস্ট করলেন জিভা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত ২০২২ ফুটবল বিশ্বকাপ  (Qatar World Cup 2022) জয়ী আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) বড়দিনের সময়টা ভারতের অনেকের কাছে সান্তা ক্লজ হয়ে উঠছেন। এবার তিনি নিজের স্বাক্ষরিত একটি জার্সি উপহার পাঠিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) কন্যা সন্তান জিভা সিং ধোনির (Ziva Singh Dhoni) কাছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক, এমএস ধোনির সাত বছর বয়সী কন্যা, তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া এই বিশেষ উপহারের ছবি পোস্ট করেছেন সকলের সামনে।

https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?igshid=MDM4ZDc5MmU=

এর আগে লিওনেল মেসি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের সচিব জয় শাহকেও একটি অটোগ্রাফ করা জার্সি পাঠিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা জয় শাহর সাথে মেসির সেই জার্সিটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। তিনিই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে দুটি গোল্ডেন বল জেতার কৃতিত্ব অর্জন করেছেন। কাতারে তার মহিমা অক্ষুন্ন থাক এমনটাই চাইছে কাতার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এবার সেখানে লিওনেল মেসির মহিমা সেখানে অক্ষুন্ন রাখতে মেসি যে নির্দিষ্ট ঘরটি ব্যবহার করতেন সেই ঘরটিকে একটি মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কাতার ইউনিভার্সিটি। ওই মিউজিয়ামে থাকবে কাতার বিশ্বকাপে মেসিদের ব্যবহৃত বিভিন্ন ট্রেনিং সামগ্রী এবং আর্জেন্টিনার গোটা স্কোয়াডের ব্যবহৃত ও স্বাক্ষরিত জার্সি।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর