বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য নিজের প্লাজমা (plasma) দান করলেন অভিনেত্রী জোয়া মোরানি (zoa morani)। কিছুদিন আগেই জানা গিয়েছিল করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিনি। এবার অন্যান্য করোনা রোগীদের সাহায্যার্থে নিজের প্লাজমা দান করলেন জোয়া। সেই সঙ্গে তাঁর মতো অন্য করোনা বিজেতাদেরও প্লাজমা দানে উৎসাহিত করলেন অভিনেত্রী।
মুম্বইয়ের নায়ার হাসপাতালে রক্তদান করেছেন জোয়া। সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্লাজমাথেরাপি পরীক্ষার জন্য রক্তদান করলাম। খুব ভাল লাগল। টিমের সদস্যরা সবাই খুব যত্নবান ছিলেন। এছাড়া কোনও রকম এমার্জেন্সি পরিস্থিতির জন্য সেখানে একজন জেনারেল ফিজিশিয়ানও উপস্থিত ছিলেন। যন্ত্রপাতি একদমই নতুন ছিল।’
https://www.instagram.com/p/B3q5ArRBeJH/?igshid=evd0hgbwwxa2
https://www.instagram.com/p/Bzuv4LDhAHz/?igshid=rq3umqro3hvo
জোয়া আরও লেখেন, ‘যারাই করোনাকে মাত দিতে পেরেছেন সকলেই প্লাজমা দিতে পারেন অন্য করোনা রোগীদের চিকিৎসার জন্য। ড: জয়ন্তী শাস্ত্রী ও ড: রমেশ ওয়াঘমারেকে অসংখ্য ধন্যবাদ এত ভাল করে আমার খেয়াল রাখার জন্য। তাঁরা আমাকে একটি সার্টিফিকেট ও ৫০০ টাকাও দেন।’ জোয়ার এই পোস্টটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/B_9_iNXDtQJ/?igshid=1bwnn6s6v7fhw
প্রসঙ্গত, গত মাসেই জানা গিয়েছিল করোনা সংক্রামিত হয়েছেন জোয়া মোরানি। তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। এরপর জোয়ার বাবা পরিচালক করিম মোরানিরও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। অবশ্য এখন তাঁরা দুজনেই সুস্থ রয়েছেন।
https://www.instagram.com/p/B-eSWk7jd0H/?igshid=13y4dwgyekmkq
https://www.instagram.com/p/B5hcRYOBjJN/?igshid=dm6a13k22cux
করোনা ভাইরাসের সঠিক কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষায় জানা গিয়েছে, করোনা বিজেতাদের প্লাজমা ব্যবহার করা যেতে পারে করোনার সঙ্গে মোকাবিলায়। ইতিমধ্যেই করোনা চিকিৎসার জন্য প্লাজমা দান করেছেন করোনা সারভাইভার বলিউড গায়িকা কনিকা কাপুর।