বাংলা হান্ট ডেস্ক: আমরা জীবনটাকে যতটা কঠিন মনে করি ততটাও কঠিন নয়। কারণ জীবনে মৌলিক চাহিদা বলতে সবার আগে প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান। কিন্তু আমরা এই তিনটি জিনিস ভরপুর পাওয়া সত্ত্বেও সুখে নেই। তবে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সামান্য খাদ্যটুকুই অর্জন করতে পারেন না। জীবনের অর্ধেক সময় রোজগার করতে করতেও আধবেলা খেয়ে থাকতে হয়। তাদের কাছে উৎসব অনুষ্ঠান বলে কিছুই নেই। তাদের মধ্যে অন্যতম হচ্ছে জোম্যাটো ডেলিভারি ( Zomato Delivery ) বয়রা। যারা হাজারো পরিশ্রম করে, সঠিক পারিশ্রমিক টুকু পান না। এবার তেমনই একটি কাহিনী উঠে আসলো সমাজ মাধ্যমে। যা দেখে চোখে জল আসবে আপনার।
সমাজ মাধ্যমে ডেলিভারি (Zomato Delivery) বয়ের ভাইরাল ভিডিও:
যেখানে আমরা দুর্গাপুজো, দীপাবলীর রাতে প্রদীপ জ্বালিয়ে, ঠাকুর দেখে মন্ডা মিঠাই কিনে খাচ্ছি। সেখানে জোম্যাটো ডেলিভারি (Zomato Delivery) বয়রা কি করছেন, সকলের বাড়ি বাড়ি খাবার পাঠিয়ে দিচ্ছেন। সম্প্রতি সমাজের মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ঘটনাটি মূলত ঘটেছে দিওয়ালির রাতে। সকলে যখন দিওয়ালিতে প্রদীপ জ্বালাতে, বাজি ফাটাতে ব্যস্ত তখন উত্তরপ্রদেশের মেঘরথে জোম্যাটো ডেলিভারি ( Zomato Delivery ) বয় রিতিক তোমর খাবার পৌঁছে দিতে ব্যস্ত।
এই ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে তিনি দিওয়ালির দিন বিকেল পাঁচটা থেকে রাতে এগারোটা অব্দি কাজ করেছেন। কিন্তু এত কাজ করেও তিনি দিন শেষে অর্জন করেন মাত্র ৩১০ টাকা। প্রথম ডেলিভারি দিয়ে উপার্জন করেন ৪০ টাকা। এরপর রাত অব্দি শহরজুড়ে একের পর এক ডেলিভারি দিয়ে খাবার পৌঁছে দিতে থাকেন তোমর। সেদিন মোট আট জায়গায় তিনি খাবার ডেলিভারি করেছিলেন। আর প্রত্যেকটির অর্ডার ডেলিভারি তিনি নিজের ফোনে ক্যামেরাবন্দি করেন।
View this post on Instagram
এরপর সেই ভিডিও ইনস্টাগ্রাম রিল হিসেবে পোস্ট করেন। সেখানে দেখা যায় এই আট জায়গায় ডেলিভারি (Zomato Ddelivery) করে তিনি মোট কতটুকু টাকা কামিয়েছেন। হিসেব করতে দেখা যায়, নাইট শিফটে খাবার ডেলিভারি করে মোট কামান ৩১০ টাকা। বর্তমান দিনে, একটা গোটা দিন চালাতে গেলে ৩০০ টাকা তো কিছুই নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে যতটুকু টাকা তিনি পান তার মধ্যে পেট্রোল খরচাও তাকে নিজেকে দিতে হয়। আর সে কোথাও জানা গিয়েছে তার কনটেন্টের মাধ্যমে।
আরও পড়ুন: মঙ্গল গ্রহে ৩.৪২ বিলিয়ন বছরের পুরনো মহাসাগর খুঁজে পেল চিনের রোভার! বিজ্ঞানীরা জানালেন অবাক করা তথ্য
আর এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার পরই রীতিমতো ভাইরাল হতে শুরু করে। এমনকি জোম্যাটো ডেলিভারি (Zomato Ddelivery) বয়ের এমন কাজের প্রতি নিষ্ঠা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেতিজেনরা। এই ভিডিও দেখে কেউ বলেছেন, “এইভাবেই পরিশ্রম করতে থাকো একদিন তোমার সাফল্য আমরা দেখবো।” আবার আরেক ব্যক্তি বলেছেন, “ম্যান ক্যান ডু এনিথিং ফর ফ্যামিলি, রেস্পেক্ট টু ইউ ব্রাদার” অর্থাৎ পুরুষেরা পরিবারের জন্য যেকোনো কিছুই করতে পারেন।
আরও পড়ুন: বিয়ের দু’বছর পর এল “গুড নিউজ”! বাবা-মা হতে চলেছেন রাহুল-আথিয়া, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়
ইতিমধ্যেই এই ভিডিওতে ৭ মিলিয়ন ভিউয়ার্স চলে এসেছে। এমনকি লাইক কমেন্ট ভরে ভরে এসেছে এই কনটেন্টে। সেই সাথে রিতিকের কাজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সকলের মন ছুঁয়েছে। সত্যি জীবন যে কতটা কঠিন তা এই রিতিককে না দেখলে হয়তো বোঝাই যেত না। শুধু রিতিকই নয়, একই সাথে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা ঠিক এই ভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন।