বাংলা হান্ট ডেস্ক : কোনো কিছু পারবো না, কিংবা অসম্ভব এটা শুধু অজুহাত মাত্র। মানুষ পারে না এমন কোন কাজ নেই। যেখানে ভগবান হাত-পা দিয়েছে, সুস্থ সবল একটা শরীর দিয়েছে সেখানে যদি কষ্টই না করতে পারলেন তাহলে জীবনের সাফল্য পাবেন কি করে। কিন্তু কিছু ব্যক্তি সুস্থ সবল শরীর থাকা সত্ত্বেও, শুধু অজুহাত দিয়ে এড়িয়ে যান। অজুহাতের দোহাই দিয়ে লড়াই করতে ভয় পান এরা।
জম্যাটোর (Zomato) ফুড ডেলিভারি বয়ের কাহিনী জল আনবে চোখে
কিন্তু আবার আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সংগ্রামকে হাসিমুখে জয় করে নেয়। কঠোর পরিস্থিতিও তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আজ এমনই এক ব্যক্তির কাহিনী বলবো যিনি হাত না থাকা সত্বেও সংসারের অভাব দূর করতে বিনা হাতেই অন্নের জোগাড় করছেন। সৎ উপায় খেটে খাচ্ছেন। সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই সকলের চোখের জল।
হাত ছাড়াই করছেন ফুড ডেলিভারি:
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও দেদার ভাইরাল হয়। ভিডিওটি দেখে রীতিমতো সকলেই অবাক। হাত নেই, হ্যাঁ ঠিকই শুনছেন কব্জি অবধি হাত কাটা। কিন্তু তারপরও ওই অবস্থাতেই স্কুটি চালাচ্ছেন। সমাজমাধ্যমে এমনই ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি লাল রংয়ের জোম্যাটোর (Zomato) জামা পরে, চোখে রয়েছে একটি কালো ফ্রেমের চশমা। পিছনে জোম্যাটোর (Zomato) ডেলিভারি ব্যাগ। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি একজন জোম্যাটোর (Zomato) ডেলিভারি বয়।
আশ্চর্য বিষয় কি জানেন? বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি নিজের অক্ষমতাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে দিব্যি স্কুটি চালিয়ে যাচ্ছেন। এবং খুব সুন্দর করে ব্যালেন্স করে গাড়ি চালাচ্ছেন। যিনি ভিডিওটি তৈরি করেছেন, তিনি প্রাউড অফ ইউ বলতেই তার মুখে একগাল অনাবিল হাসি দেখা যায় সেই ব্যক্তির। সেই সাথে তিনি প্রমাণ করে দেন, মানুষ পারেনা এমন কোন কাজ নেই। ভিডিওতে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় এভাবে কাজ করতে তার অসুবিধা হয় না। তিনি নিঃসংকোচে বলেন না।
আরও পড়ুন : বজায় রয়েছে রতন টাটার ম্যাজিক! ধনতেরাসে রেকর্ড গড়ল তাঁর প্রিয় সংস্থা, জানলে হয়ে যাবেন “থ”
উল্টে ভিডিওকারীদের একগাল হাসি উপহার দিয়ে তিনি চলে যান নিজের কাজে। অবশ্যই তিনি চাইলে নিজের এই অক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সুবিধা নিতে পারতেন। কিন্তু না তিনি এমনটা করেননি। চোখে মুখ দেখে বোঝাই গিয়েছে এই ব্যক্তির মধ্যে আত্ম সম্মানবোধ অনেকটা। তাই কারোর ভরসায় নয়, নিজের পরিশ্রমে রোজগার করছেন। আর যেহেতু এই সময়টা উৎসবের সময়। তাই এই সময় ডেলিভারি (Zomato) বয়দের একটু চাপটা বেশি থাকে। সেই সাথে দুটাকা বেশি ইনকাম করার জায়গাও থাকে।
Massive RESPECT for This Zomato Delivery Man 🙏🙏 pic.twitter.com/Y0WtX88aGY
— Rosy (@rose_k01) October 25, 2024
হয়তো এই ব্যক্তির উপরও চাপ রয়েছে। কিন্তু এই কঠিন বাস্তবকে হাসিমুখে মেনে নিয়ে তিনি দিব্যি জীবন কাটাচ্ছেন। আজকাল স্টেশনের ধারে কিংবা রাস্তার ধারে এমন ব্যক্তি প্রচুর খুজে পাবেন। যারা এই অক্ষমতাকে কাজে লাগিয়ে ভিক্ষে করেন কিংবা সাহায্য করার অনুরোধ করেন। কিন্তু এই ভিডিও যেনো অন্য কথা বলছে। ব্যক্তির নাম বা পরিচয় না জানলেও, তার এই কাজকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সেই সাথে পেয়েছেন সুপারহিরোর তকমা।