বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে৷ তবুও দেশের আর্থিক মন্দার মধ্যেই চাহিদা বেড়েছে জোম্যাটো র৷ এ বছর প্রথম ছয় মাসে সংস্থার আয় বেড়েছে গত বছরের তুলনায় তিন গুণ৷ চলতি আর্থিক বছরে 20.5 কোটি ডলার আয় করেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থাটি৷ চাহিদার সঙ্গে দ্রুত খাবার সরবরাহ করার ক্ষেত্রে জোম্যাটো র জনপ্রিয়তা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে৷ বর্তমানে 500 টি শহরে প্রায় দু লক্ষ ডেলিভারি বয় সংস্থার অধীনে রয়েছেন৷
জানা গিয়েছে এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে খাবার অর্ডারের চাহিদা রয়েছে পনেরটি শহরে, তবে শুধুমাত্র হোম ডেলিভারি নয় বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি রেস্টুরেন্টের সঙ্গে কাজ করে চলেছে জোম্যাটো৷ প্রতিদিন হাজার হাজার গ্রাহক জোম্যাটো খাবার অর্ডার করেন৷ এই ফুড ডেলিভারি সংস্থার খাবারের মান যেমন ভালো তেমনই সুলভে খাবার পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন ফেস্টিভেলে খাবারের ওপর বিশেষ ছাড় দেয় সংস্থাটি৷
যত দিন যাচ্ছে বিশেষ করে মেট্রো শহরগুলিতে জোম্যাটো চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ বর্তমানে জোম্যাটো নিজেদের পরিষেবা আরও উন্নততর করে তুলতে প্রযুক্তির ওপর ভরসা রাখছে তাই কিছুদিন পর থেকে খাবার অর্ডার করলে পরবর্তী প্রক্রিয়াগুলি অনলাইনের মাধ্যমেই জানতে পারবেন গ্রাহকরা৷ যদিও এর জন্য কয়েক শ কর্মীকে ছাঁটাই করেছে সংস্থাটি৷