আপনার ক্যান্সেল করা খাবার পাবেন অন্য কেউ! আসছে নয়া ফিচার, বিরাট পদক্ষেপ Zomato’র

বাংলা হান্ট ডেস্ক: এই প্রযুক্তির যুগে মানুষ হয়ে উঠেছেন ডিজিটাল রোবট। আজ প্রযুক্তি এতই উন্নত হয়েছে যে এক ক্লিকেই আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাচ্ছে গাড়ি, বাড়ি সব কিছুই। শুধু কি তাই আজ দুয়ারের সামনে হাজির হয়ে যাচ্ছে খাবারও। কি সুবিধা তাই না বলুন। কোনো কিছুরই চিন্তা করতে হয় না। বাইরে খেটে, খুটে এসে আর খাবারের চিন্তা করতে হয় না। তবে এবার অনলাইন ফুড ডেলিভারিতে আনা হচ্ছে নতুন নিয়ম। অন্য লোকের ক্যান্সেল করে দেওয়া অর্ডার আপনি করতে পারবেন অর্ডার। এই নয়া উদ্যোগ আনতে চলেছে জোম্যাটো (Zomato)।

জোম্যাটোর (Zomato) নতুন উদ্যোগ কি?

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট বেশ ভাইরাল হয়। তথ্যসূত্রে জানা গিয়েছে, ভাইরাল এই পোস্টটি করেছেন জোম্যাটো (Zomato) সংস্থার সিইও দীপিন্দর গোয়েল। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, খাদ্য সরবরাহকারী সংস্থা “ফুড রেসকিউ” নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, “এবার থেকে জোম্যাটোতে (Zomato) একটি নতুন সুবিধা পাওয়া যাবে। আমরা ফুড রেসকিউ নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছি। এই ফিচারটির সুবিধা হল, কোনও গ্রাহকের বাতিল করে দেওয়া অর্ডারগুলি অন্য আরও একজন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে।” তবে হ্যাঁ এখানেও নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।

তিনি জানিয়েছেন, যদি কোন ব্যক্তি খাবার ক্যানসেল করেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছাকাছি থাকা কোনো ব্যক্তিই এই সুবিধা পাবেন। গোয়েল আরো জানিয়েছেন, ৩ কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকা কোনও ব্যক্তি যেই খাবারটি ক্যানসেল করবেন, অপর ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন চলে যাবে। অর্থাৎ আপনাআপনি জোম্যাটোর (Zomato) হোম পেজে ফুড রেসকিউ অপশনটিতে দেখাবে, সেইসাথে বুঝে যাবেন কে খাবার ক্যান্সেল করেছে। আর এতে করে আপনি কম সময় স্বল্প খরচে বাড়িতে খাবারও পেয়ে যাবেন।

আরও পড়ুন : আর নেই চিন্তা, এবার সরকারের টাকায় কেনা যাবে বিরল রোগের ওষুধ! বড় পদক্ষেপ কেন্দ্রের

এছাড়াও সেই খাবার যেনো নষ্ট না হয়ে যায়, তাই কয়েক মিনিটের মধ্যেই আপনি সেই নোটিফিকেশন পাবেন। আর ওই ঠিক কয়েক মিনিটের মধ্যেই আপনাকে খাবার অর্ডার করতে হবে। এমনকি এই অর্ডারের জন্য জোম্যাটো সরকারি ট্যাক্স ছাড়া কোন অতিরিক্ত টাকা নেবে না। আর নতুন গ্রাহক যদি অনলাইনে পেমেন্ট করে, সেটাও রেস্তোরাঁকে জানিয়ে দেওয়া হবে।

Zomato

তবে হ্যাঁ, জোম্যাটো (Zomato) জানিয়েছে, আইসক্রিম, শেক, স্মুদি জাতীয় কিছু খাবার ক্যানসেল হলেও তা কিন্তু ফুড রেসকিউ ফিচারে রাখা হবে না। তার কারণ হচ্ছে এই খাবারগুলি সময় সাপেক্ষে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন ব্যবস্থা।

কিন্তু জানেন কি কেন জোম্যাটো (Zomato) এই ফিচার রেসকিউ সিস্টেমটি আনলো?

অনেক সময় দেখা যায় অধিকাংশ গ্রাহকরা, খাবার অর্ডার করে খাবার ক্যান্সেল করে দিচ্ছে। এর ফলে অতিরিক্ত খাবার নষ্ট হয়। খাবার নষ্ট করার পক্ষপাতি নয় এই সংস্থা। এমনকি খাবার ক্যান্সেল করাতেও বিন্দুমাত্র সমর্থন করেন না কোম্পানির সিইও দীপিন্দর গোয়েল। তাই খাবার যাতে নষ্ট না হয় তার জন্যই এই ব্যবস্থা।

ad

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর