বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি খুব সহজেই ছুঁয়ে যায় আমাদের মন। শুধু তাই নয়, বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে সেই সমস্ত ঘটনার ভিডিও তুমুল গতিতে ভাইরাল (Viral) হয়ে যায়। যেগুলি প্রত্যক্ষ করে হতে হয় অবাক। সেই রেশ বজায় রেখেই এবার একটি ভিডিও ভাইরাল হওয়ার সুবাদে পৌঁছে গিয়েছে সবার কাছে। যেখানে এক যুবকের কঠিন পরিশ্রমের পরেও নিজের লক্ষ্য পূরণের জন্য যে অক্লান্ত চেষ্টা সেটি পরিলক্ষিত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আমাদের দেশের অন্যতম একটি কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় UPSC (Union Public Service Commission)। প্রতিবছর হাজার হাজার পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কিছুজনই হতে পারেন সফল। পাশাপাশি, এই পরীক্ষায় সফলতা অর্জনের জন্য করতে হয় কঠোর পরিশ্রম। সমাজের বিভিন্ন স্তর থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রার্থীরা। এমতাবস্থায়, Zomato-র একজন ফুড ডেলিভারি এজেন্টকেও ওই পরীক্ষার প্রস্তুতি নিতে দেখা গেল। আর ওই ভিডিওটিই এখন ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: টোল ট্যাক্স নিয়ে সুখবর, NHAI-কে বিরাট নির্দেশ কমিশনের
কি দেখা গিয়েছে ভিডিওটিতে: ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ফুড ডেলিভারি করার সময় ট্রাফিক সিগন্যালের ভিড়ে দাঁড়িয়েও সময় নষ্ট না করে অনলাইনে শিক্ষকদের পড়াশোনা শুনছেন Zomato-র একজন ডেলিভারি এজেন্ট। অর্থাৎ নিজের কাজের ফাঁকে একটু সুযোগ পেলেও সেটিকে তিনি পড়াশোনার কাজে লাগাচ্ছেন। এদিকে, আয়ুষ সাংঘি নামের একজন ব্যবহারকারী এই ভিডিওটি নেটমাধ্যমে সামনে এনেছেন।
আরও পড়ুন: ভারতে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে PepsiCo! কোন রাজ্যে তৈরি হবে প্ল্যান্ট?
পাশাপাশি, সেখানে তিনি লিখেছেন, “এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না যে কঠোর পড়াশোনার জন্য আপনার আর কোনো অনুপ্রেরণার প্রয়োজন।” এদিকে ইতিমধ্যেই এই ভিডিওটি প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত প্রত্যক্ষ করেছেন ৭৩ হাজারেরও বেশি মানুষ। যার পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন তাঁরা।
After Watching this video, I Don't Think you Have any Other Motivation to Study Hard#UPSC #Motivation pic.twitter.com/BPykMKBsua
— Ayussh Sanghi (@ayusshsanghi) March 29, 2024
মিলেছে প্রতিক্রিয়া: এই প্রসঙ্গে একজন জানিয়েছেন, “রাস্তা কঠিন হতে পারে তবে তার পুরস্কার অমূল্য”, পাশাপাশি আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “এই ভিডিওটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এটি আমাকে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করেছে।” এছাড়াও অন্য আরেকজন লিখেছেন, “সিগন্যালের জ্যামের মধ্যেই Zomato-র এই ডেলিভারি এজেন্ট UPSC-র প্রস্তুতি নিচ্ছেন। এটি আমাদের এটাই শেখায় যে শেখার কোনো সীমা নেই। তাই, জানার আগ্রহ বাঁচিয়ে রাখুন এবং নতুন কৌশল গ্রহণ করে প্রতিটি অভিজ্ঞতা থেকে এগিয়ে যান।”