অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে উধাও কোহলির ফোন! আজব সান্ত্বনা জোম্যাটোর

 

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে নাগপুরের মাটিতে আরম্ভ হবে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই। ছয় বছর পর ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উপস্থিত হয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ভারতীয় দলের পারফরমেন্স কেমন হয় তা দেখার জন্য ভক্তদের মধ্যে উত্তেজনার আঁচ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। দুরন্ত ফর্মে থাকার রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলিদের (Virat Kohli) মাঠে দেখতে উৎসুক হয়ে আছেন। কিন্তু তার মাঝেই একটা খারাপ খবর পাওয়া গেল বিরাট কোহলির কাছ থেকে।

বিরাট কোহলি খুব সম্ভবত নাগপুরেই নিজের জন্য একটি নতুন ফোন কিনেছিলেন। কিন্তু সেই ফোনটি চুরি হয়ে গিয়েছে। বা হয়তো বিরাট কোহলিই এমন জায়গায় ফোনটি রেখেছেন যেখান থেকে সেটিকে আর উদ্ধার করা যাচ্ছে না। হতাশ বিরাট কোহলি এই নিয়ে একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন, “নতুন ফোন বক্স থেকে বার করার আগেই যখন হারিয়ে যায়, তখন তার থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কেউ কি ফোনটা দেখেছ?”

tweet kohli

এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মার্কেটিং সেরে নিয়েছে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। তারা বিরাট কোহলির এই টুইটে রিপ্লাই করে বলেছেন, “আপনি যদি চান, তাহলে যে কোনও সময় বৌদির (অনুস্কা শর্মার) ফোন থেকে ফ্রি-তে আইসক্রিম অর্ডার করতে পারেন।” জোম্যাটোর এই রিল্পাই অবশ্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে।

এই ঘটনা আসন্ন সিরিজের আগে কোহলির ফর্মে প্রভাব ফেলবে কিনা, সেই নিয়েও চিন্তিত সকলে। এমনিতেই ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার গড় মাত্র ৩৩। সেইসঙ্গে মাত্র ১টি টেস্ট শতরান রয়েছে তার নামের পাশে। ১১ ইনিংসে অজিদের বিরুদ্ধে দেশের মাটিতে মাত্র ৩৩০ রান করেছেন বিরাট। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ২৫ ইনিংসে গড় রেখেছেন ৫৪.০৮। ৬টি শতরান সহ করেছেন ১৩৫২ রান। সাধারণত বাকি ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে উল্টোটাই দেখা যায় কিন্তু বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে যতটা সাফল্য পেয়েছেন ঘরের মাটিতে ততটা পাননি।

২০১৭ সালের শেষবার যখন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল তখন বিরাট কোহলি ৩ ম্যাচের মোট ৫টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। সেই ৫ ইনিংসে তার রান ছিল মাত্র ৪৬। বর্তমানে অবসরের না নেওয়া ক্রিকেটারদের মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি তে সর্বোচ্চ রান সংগ্রহকারীর দিক দিয়ে বিরাট কোহলি বেশ পিছিয়ে রয়েছেন। কিন্তু এই স্মৃতি সেই হিসাবের পরিবর্তন করতে চাইবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর