ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত ১০টি বগি! ভাইরাল ভিডিও দেখে শিহরিত আম জনতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ফের বড়সড় রেল (Indian Railways) দুর্ঘটনা। রাজধানী দিল্লির (New Delhi) জাখিরা (Zakhira) ফ্লাইওভারের কাছে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।‌ একটি পণ্যবাহী ট্রেনের মোট ১০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। রেল সূত্রে জানা গেছে, হতাহতের কোনও খবর না মিললেও ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের কর্মীরা।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে ফায়ার ব্রিগেডের দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ট্রেনের লাইনচ্যুত বগি মেরামতির পাশাপাশি ট্র্যাক মেরামতের কাজও চলছে। কী ভাবে এই ট্রেন লাইনচ্যুত হল, কোনও সিগন্যাল বিভ্রাট হয়েছে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Patiala Politics (@patialapolitics)

বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে এই ঘটনাটি ঘটেছে। পণ্যবাহী ট্রেনটি লোহার শিট রোল বহন করছিল এবং মুম্বাই থেকে চণ্ডীগড়ের দিকে পাড়ি দিয়েছিল। মাঝ পথেই ঘটে যায় এই দুর্ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য, হতাহতের খবর না মিললেও ট্র্যাকে থাকা ব্যক্তির সম্ভাব্য হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়ছছেন, কেপিএস মালহোত্রা (ডিসিপি)।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X