৪৪ লাখের অডি গাড়ি চালিয়ে লাল শাক বিক্রি! ভাইরাল এই বিত্তশালী কৃষকের ‘সাধারণ জীবন’

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল অনেক কিছুই ভাইরাল হয়। বিশ্বের যে কোনও প্রান্তের খবর আমরা মুহূর্তে পেয়ে যাই আমাদের মুঠোফোনের মাধ্যমে। সম্প্রতি কেরলের এক কৃষকের কান্ড ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কেরলের ওই কৃষক বিলাসবহুল অডি-ফোর সেডানে করে বাজারে গিয়ে বিক্রি করছেন শাকসবজি।

সুজিত এসপি নামক এক ব্যক্তি এই কৃষকের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ‘ভ্যারাইটি ফার্মার’ নামে এই কৃষক সমাজ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। চ্যানেলটিতে দেখানো হচ্ছে এই কৃষক বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করার পর তার ৪৪ লক্ষ টাকার গাড়ি করে সেগুলি নিয়ে যাচ্ছেন বাজারে বিক্রি করতে। গাড়ি থেকে নামার পর রাস্তার উপর বসে তিনি বিক্রি করছেন তার শাকসবজি।

আরোও পড়ুন : বিক্রম, প্রজ্ঞান না জাগলেও ক্ষতি নেই! ইসরোর এই যন্ত্রই এখন বড় হাতিয়ার বিজ্ঞানীদের

সুজিত নামের ব্যক্তি এই কৃষকের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যখন অডি গেল এবং লালশাক বিক্রি করল।’ সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই কৃষক মাঠে লাল শাক চাষ করছেন। এরপর অটোরিকশা ও তারপর অডি-এ৪ করে সেগুলিকে নিয়ে যাচ্ছেন বাজারে। বাজারে রাস্তার উপর পলিথিনের চাদর পেতে তার উপর বসে বিক্রি করছেন শাকসবজি।

বিক্রি বাট্টা হয়ে গেলে ওই কৃষক ফের চাদর গুটিয়ে ফিরে আসছেন বাড়ি। এই কৃষক সম্পূর্ণ দেশীয় পোশাক পড়ে অডি গাড়ি চালান। Instagram এ ভিডিওটি সুজিত কিছুদিন আগে শেয়ার করেন। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি জোগাড় করে নিয়েছে ৪ লক্ষ ৪৬ হাজারে লাইক। ভিডিওর ভিডিস ছাড়িয়ে গেছে ৮০ লক্ষের উপরে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X