বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে কলকাতাবাসীর জন্য খারাপ খবর। বাতিল হয়ে গেল এ আর রহমানের (A R Rahman) প্রস্তাবিত শো। বছরের শুরুতেই কলকাতায় শো করার কথা ছিল রহমানের। দীর্ঘ ১৩ বছর পর আবার কলকাতায় শো করার কথা ছিল রহমানের। কিন্তু দর্শকদের প্রত্যাশায় কার্যত জল ঢেলে বাতিল হয়ে গেল শো।
পিছিয়ে গেল রহমানের (A R Rahman) কলকাতার শোয়ের তারিখ
আগামী ১১ জানুয়ারি শো হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয় ১১ এপ্রিল। যদিও আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান পুরোপুরি ভাবে বাতিল হচ্ছে না। আগে ১১ জানুয়ারি শো হওয়ার কথা থাকলেও এবার তা পিছিয়ে করা হয়েছে ১১ এপ্রিল। পাঁচ ঘন্টার অনুষ্ঠান হবে এদিন।

ফের কবে হবে শো: শো শুরু হবে বিকেল ৫ টা নাগাদ। তবে শো কোথায় হবে তা এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’ এর অন্তর্গত রহমানের কলকাতার শো। জুলাই অগাস্টে মুম্বই প্রিমিয়ার এবং উত্তর আমেরিকা সফর করেন তিনি। তারপর ২০২৬ সালে ভারতে ফেরার কথা ছিল রহমানের (A R Rahman)। আগামী ১৪ ফেব্রুয়ারি আবার চেন্নাইতে শো রয়েছে তাঁর। কিন্তু ঠিক কী কারণে জানুয়ারিতে কলকাতার শোটি বাতিল হল তাঁর তা স্পষ্ট নয়।
আরও পড়ুন : হাওড়া থেকে এবার সোজা ঠাকুরের জন্মস্থান, কামারপুকুর পর্যন্ত সরাসরি ট্রেন চালু রেলের
আগেও কলকাতায় হয়েছে অনুষ্ঠান: যদিও শোয়ের আয়োজকরা আশ্বস্ত করেছেন, শো পুরোপুরি বাতিল হয়নি। তবে ১১ জানুয়ারির বদলে শো হবে ১১ এপ্রিল। এর আগেও অবশ্য বেশ কয়েকবার কলকাতায় এসেছেন সুরের জাদুকর।
আরও পড়ুন : পুণ্যার্থীদের জন্য বড় খবর! গঙ্গাসাগর মেলায় যাতায়াতে ৩৩ জোড়া ট্রেন বাড়াল রেল দপ্তর
২০১২ সালে শেষবার কলকাতায় তিনি কনসার্ট করেছিলেন সল্টলেক স্টেডিয়ামে। পরবর্তীতে পেলের সঙ্গে আরেকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন রহমান। সেটা ২০১৫ সাল। এতদিন পর তাঁর শো দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতাবাসী।












