আজকের রাশিফল ১০ এপ্রিল, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলে আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটিকে সমাধান করতে চাইবেন। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষটির কাছে আজ এমন কিছু বলবেন না যেটি বিতর্কের উদ্রেক করতে পারে। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবন আজ সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে লাভবান হওয়ার লক্ষ্যে গরম মশলা, শুকনো ফল, মধু ও গুড় খাবারে দিন।

বৃষ রাশি: আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। কারণ, তাঁদের পরামর্শে আপনি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর বালা পরুন।

মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অকার্যকর মুদ্রাকে অবশ্যই স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। শুধু তাই নয়, তাঁরা আপনাকে আশীর্বাদ করবেন। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি মোবাইল চালিয়ে বা টিভি দেখে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গোশালায় অবশ্যই নিজের সমান ওজনের বার্লি অর্পণ করুন।

সিংহ রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আর ঠান্ডা মাথায় কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার মেজাজ আজ সারাদিন ধরে ভালো থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকার লক্ষ্যে নিয়মিত ১০৮ দিন ধরে একজন বয়স্কা মহিলার পা ছুঁয়ে তাঁকে শ্রদ্ধার সাথে প্রণাম করুন।

কন্যা রাশি: বন্ধুবান্ধবদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিতে হবে। আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি কোথাও কেনাকাটা করতে গেলে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু বা প্রতিবন্ধীদের উদ্দেশ্যে খাটিয়া অর্পণ করুন।

তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মাইগ্রেনের রোগীদের অহেতুক মানসিক চাপ দূরে রাখতে হবে। সেইসব বন্ধুদের থেকে আজ দূরে থাকুন যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার মাধ্যমে আজ আপনি কিছু ভালো পরিকল্পনা পাবেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্যস্নান করুন।

আরও পড়ুন: Chanakya Niti: পুরুষদের থেকে মহিলারা এই দিক থেকে অনেকটাই এগিয়ে! জেনে নিন কি বলেছেন আচার্য চাণক্য

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি টিনের পাত্রে গঙ্গার জল বা অন্য কোনও পবিত্র জল সঞ্চয় করুন।

আরও পড়ুন: আজই বাড়িতে আনুন এই চারটি গাছের শিকড়! ঘটবে একাধিক অলৌকিক ঘটনা, রাতারাতি হবেন মালামাল

ধনু রাশি: আপনার ঝগড়ুটে মনোভাবের জন্য আজ শত্রু বৃদ্ধি পেতে পারে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর সাথে আজকে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি বটগাছের পুজো করুন এবং প্রতি বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালান।

আরও পড়ুন: Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে

মকর রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খান।

আরও পড়ুন: এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র?

কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাচীন একটি জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে খাবার সময়ে সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

মীন রাশি: আপনার মনমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করবে। কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন। বন্ধুদের সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্কতার সাথে অর্থব্যয় করুন। আপনার গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই হনুমানজির মন্দিরে বাদাম অর্পণ করে ওই বাদামের অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখে দিন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X