এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র?

বাংলা হান্ট ডেস্ক: যেকোনো কাজ করার আগে জ্যোতিষশাস্ত্রের (Astrology) ওপর ভরসা রেখেই পদক্ষেপ গ্রহণ করেন অনেকে। এদিকে, হাতের রেখা, রাশিফল (Horoscope), জন্ম তারিখের মাধ্যমে যেভাবে একজন ব্যক্তির ভবিষ্যৎ বলা দেওয়া যায় ঠিক সেরকমই একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর থেকেও কর্মজীবন, আর্থিক অবস্থা এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রের এই শাখাটিকে নেম অ্যাস্ট্রোলজি বলা হয়।

If the name starts with these letters, you will get great success in life

   

এক্ষেত্রে নামের প্রথম অক্ষরের ওপর ভিত্তি করে মানুষের আচরণ, ব্যক্তিত্ব, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে তথ্য ব্যাখ্যা করা হয়। এমন পরিস্থিতিতে, এমন দু’টি অক্ষর রয়েছে যেগুলি দিয়ে নাম শুরু হলে জীবনে দুর্দান্ত সাফল্য পাওয়া যায়। এমনকি, ওই নামের ব্যক্তিরা জীবনে প্রচুর অর্থও উপার্জন করতে সক্ষম হন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আরও পড়ুন: বিমানের বিজনেস ক্লাসকে হেলায় হারাবে বন্দে ভারত, শুরু হচ্ছে নতুন “পাইলট” প্রকল্প, মিলবে দুর্দান্ত পরিষেবা

T অক্ষর দিয়ে শুরু হওয়া নাম:

যাঁদের নাম T অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা কর্মজীবন এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে খুব ভাগ্যবান হন। এই ব্যক্তিরা তাঁদের কর্মজীবনে উচ্চপদও অর্জন করেন। এছাড়া এই ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করেন। এরা ভ্রমণ করতেও ভালোবাসেন। পাশাপাশি, এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিগুলি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হন এবং তাঁরা নতুন নতুন মানুষের সাথে দেখা করতে এবং কথা বলতে পছন্দ করেন। যদিও, তাঁদের প্রেমের জীবন খুব একটা ভালো হয় না এবং তাঁদের হৃদয় বারবার ভেঙে যায়।

আরও পড়ুন: শুধুমাত্র বিজ্ঞাপনেই ঘটল বিপুল লক্ষ্মীলাভ! আয়ের নতুন নজির গড়ল রেল, অবাক করবে লাভের পরিমাণ

Y অক্ষর দিয়ে শুরু হওয়া নাম:

যাঁদের নাম Y অক্ষর দিয়ে শুরু হয় তাঁরাও হন ভাগ্যবান। ওই ব্যক্তিরা হন অত্যন্ত আত্মবিশ্বাসী। পাশাপাশি, তাঁরা তাদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন এবং অন্যের সাহায্য নেওয়া এড়িয়ে চলেন। কর্মজীবনেও এরা দুর্দান্ত সাফল্য অর্জন করেন। পাশাপাশি, তাঁরা কখনোই আর্থিক সঙ্কটের সম্মুখীন হন না। তবে, এই ব্যক্তিদেরও প্রেমে বাধার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা তাঁদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না।

If the name starts with these letters, you will get great success in life

(সতর্কীকরণ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলা হান্ট এটি নিশ্চিত করে না।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর