বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং পশ্চিমবঙ্গ পুলিসকে (West Bengal Police) কার্যত ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাঁকুড়ার সিমলাপালে তাঁর সভার অনুমতি দেয়নি পুলিস। আর এর জেরেই টুইট করে একের পর এক তোপ দাগলেন নন্দীগ্রামের সাংসদ।
কী লিখলেন শুভেন্দু? এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, ‘ধন্য পশ্চিমবঙ্গ পুলিস! লেডি কিম আপনাদের নির্দেশ দিয়েছিল বাঁকুড়ার সিমলাপাল এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আমাকে আটকানোর জন্য। ২১ মার্চ দার্জিলিং-র জনসভাতে আপনারা আমাকে আটকানোর যথাসাধ্য চেষ্টা করুন। কিন্তু আমার কাছে ১৫ সিণ্ডিকেট এবং আরও একাধিক সংগঠনের ছাড়পত্র রয়েছে।’
Really @WBPolice !
I know you have been instructed by Lady Kim to obstruct LoP’s political rallies. You scored some brownie points with Lady Kim by obstructing me at Simlapal; Bankura & Patashpur; Purba Medinipur; but you have outdone yourselves trying to obstruct my Public… pic.twitter.com/c289sP100U— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 12, 2023
এর পরই তিনি প্রশ্ন তোলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ৭২ ঘন্টা ধরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছিলেন, তখন কি আপনরা দেখতে চেয়েছিলেন যে তাঁর কাছে জাতীয় সড়ক দফতরের ছাড়পত্র রয়েছে কিনা? কিছুদিন আগেই তো তিনি উত্তরপূর্ব ভারতের প্রধান যোগসূত্র যে জাতীয় সড়ক তা বন্ধ করে মিছিল বের করেন, তখন কি তিনি অনুমতি নিয়েছিলেন?’
শুভেন্দু আরও লেখেন, ‘যদি অভিষেক অনুমতি নিয়ে থাকেন, তাহলে সেই ছাড়পত্রের কপি আপনাদের সরকারি টুইটার হ্যান্ডেলে শেয়ার করুন। যদি আপনারা তা না করতে পারেন, তাহলে আপনাদের দ্বৈত সত্ত্বা সকলের সামনে প্রকাশ পাবে। তাহলে সকলে বুঝতে পারবেন, আপনারা আদতে আঞ্চলিক দল তৃণমূলেরই একটি শাখা।’
এরপর রাজ্যের বিরোধী দলনেতা হুমকির সুরে লেখেন, ‘দয়া করে মনে রাখবেন, দার্জিলিং-র মোটর স্ট্যান্ডে যদি বিজেপি সভা করতে না পারে তাহলে ভবিষ্যতে কোনও রাজনৈতিক দলকেই আর ওখানে সভা করতে দেওয়া হবে না। এই বার্তাটা আপনাদের রাজনৈতিক মালকিনকে পাঠিয়ে দেবেন।’