বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। কাছের কোনও গন্তব্য হোক কিংবা দূরের কোনও সফর প্রতিটি ক্ষেত্রেই রেলপথের (Indian Railways) ওপর ভরসা করেন অধিকাংশজন। আর সেই কারণেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।
এবার আরও আরামদায়ক হতে চলেছে ট্রেন (Indian Railways) সফর:
সম্প্রতি, রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছিল যে, দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক সফরের জন্য, পরীক্ষামূলক ভিত্তিতে সাদা চাদর এবং পুরনো কম্বলের পরিবর্তে ট্রেনে আল্ট্রাসফট লিনেন দেওয়া হবে। এদিকে, এটাও জানা গিয়েছিল যে, এবার থেকে ট্রেনে পরিচ্ছন্নতা থেকে শুরু করে বেডরোল, খাবার, টয়লেটে জল, হ্যান্ডওয়াশ, বগিতে আসনের চেয়ে বেশি যাত্রীর বসার মতো সমস্যাগুলি পর্যবেক্ষণ করতে রেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI-এর সাহায্য নেবে।
SOP লাগু করার প্রস্তুতি: রেলের (Indian Railways) আধিকারিকরা জানিয়েছেন, এই সুবিধা পেতে সময় লাগবে ১৫ মিনিট থেকে ৪৫ মিনিট। এই পুরো সিস্টেমটি ইন্টারনেট অফ থিংস (IOT) এবং AI টুলের মাধ্যমে কাজ করবে। মূলত, ট্রেনের প্রতিটি বগিতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য একটি SOP রয়েছে। রেল এর জন্য চার্জও নেয়। কিন্তু এখনও পর্যন্ত এই পরিষেবাগুলিকে যাত্রী সুবিধায় রূপান্তর করার কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না।
আরও পড়ুন: এবার পাকিস্তানে যাবেন মোদী? CHG বৈঠকের আমন্ত্রণ পাঠালেন শরীফ, জানুন পরিকল্পনা
তবে, রেল (Indian Railways) এখন AI-এর সাহায্যে ট্রেনের প্রতিটি বগিতে SOP পর্যবেক্ষণ করবে। এই AI সিস্টেমের বিশেষত্ব হল SOP-র মান ৯০ শতাংশের কম হলে, ট্রেন ম্যানেজার দ্রুত অ্যালার্ট হয়ে যাবেন। এদিকে, এই AI টুলের মাধ্যমে এটাও জানা যাবে যে SOP-র মান অনুযায়ী কত দূরত্বে কী কী প্রয়োজন হবে।
আরও পড়ুন: পাত্তা পেলনা কেউই! সবাইকে টপকে দেশে নাম্বার ওয়ান হল Tata-র এই গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের
ট্রেনে প্রিমিয়াম আল্ট্রা সফট লিনেন: সম্প্রতি, নর্থ রেলওয়ে জানিয়েছিল যে, রেল যাত্রীদের আরামদায়ক সফরের দিকটি মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য, রেল নতুন প্রিমিয়াম আল্ট্রা সফট লিনেন চালু করেছে। যেটি শ্বাস নেওয়ার ক্ষেত্রে “কমফোর্টেবল” এবং দীর্ঘস্থায়ী। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাথে পরামর্শ করে ভারতীয় রেলের (Indian Railways) কঠোর গবেষণা ও ডেভেলপমেন্টের পর এই লিনেনটি ডিজাইন করা হয়েছে বলেও জানা গিয়েছে।