দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১০০ বছরের পুরনো নজির ফিরিয়ে আনলেন অশ্বিন

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম ইনিংসে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে কোন ভারতীয় বোলারই সেভাবে সাফল্য পায়নি। তবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝাটকা দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই তিনি ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের ওপেনার রোরি বার্নাসকে। ইনিংসের প্রথম বলে অশ্বিনের বলের বাউন্স সামলাতে পারেননি রোরি বার্নার্স, খেলতে গিয়ে স্লিপে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।

ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে 100 বছরের পুরনো নজির ফিরিয়ে নিয়ে এলেন ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় স্পিনার হিসেবে কোন ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার বার্ট ভোগলার শেষবার একজন স্পিনার হিসেবে কোন ইনিংসে প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। 1907 সালে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 1888 সালে প্রথম স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার নজির রয়েছে ইংল্যান্ডের ববি পিলের।
প্রথম ইনিংসে 55.1 ওভার বল করে 146 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে এর আগে এক ইনিংসে এতগুলি ওভার কখনো বল করেননি তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর