মনীষীদের মাঝে মুখ্যমন্ত্রীর ছবি, বিতর্কের সৃষ্টি হুগলিতে

আবারও মনীষীদের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘিরে বিতর্কের সৃষ্টি হল। হুগলি জেলার পাণ্ডুয়ার 30 তম মনীষীর স্মরণে আয়োজিত মিলন মেলার অনুষ্ঠানে মন ছেড়ে পিছনেই ব্যানারের পাশে গাঁধীজি বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ নজরুল শরত্চন্দ্র পাশেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকায় প্রশ্নের মুখে পড়তে হলেও অনুষ্ঠান উদ্যোক্তাদের।                                                                                                                                                                                                                                            প্রতি বছরই এই মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করে কমিটির উদ্যোক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। রবিবার পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠান মঞ্চে মনীষীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়ে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা। বিজেপির অভিযোগ মনীষীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে মনীষীদের অপমান করা হয়েছে। একই সঙ্গে এটি লজ্জাজনক বলে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন বিজেপির পান্ডুয়া মণ্ডলের সভাপতি অশোক দত্ত। বিষয়টি নিয়ে শাসক শিবিরকে তোপ দেগেছে সিপিএম।

যদিও মনীষীদের পাশে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর মধ্যে আপত্তিজনক কিছু দেখছে না অনুষ্ঠানের উদ্যোক্তারা।  পশ্চিমবঙ্গের নব রূপকার মুখ্যমন্ত্রীর ছবি মনীষীদের পাশে রেখে কোনও ভুল করেননি বলেই দাবি অনুষ্ঠানে উদ্যোক্তাদের। যদিও এই প্রথমবার নয় এর আগেও রাজ্যের একটি জেলায় তৃণমূলের কার্যালয়ে মনীষীদের পাশে মুখ্যমন্ত্রীর ছবি রাখা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।

সম্পর্কিত খবর