বদলে যাচ্ছে নিয়ম! UPI-তে ওয়ালেট বা কার্ড দিয়ে পেমেন্টের উপর বসছে চার্জ

বাংলাহান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শেষ হবে চলতি অর্থবর্ষ। আগামী ১ এপ্রিল থেকে বদলে যাবে একাধিক নিয়ম। অনেক কিছুর মতো UPI বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের কিছু নিয়মেও আসতে চলেছে বড় বদল। এর মাধ্যমে লেনদেন করতে গেলে গুনতে হবে অতিরিক্ত টাকা। এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে কেন্দ্র।

UPI-এর মাধ্যমে ওয়ালেট বা কার্ডের মতো প্রিপেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ীদের দিতে হবে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি। এই প্রসঙ্গে একটি সার্কুলার পেশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেখানে নতুন এই নিয়মের উল্লেখ করা হয়েছে। 

upi payment system

ওই নির্দেশিকা অনুসারে, ইউপিআইয়ের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অনলাইন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী এবং ছোট অফলাইন ব্যবসায়ীদের ২০০০ টাকার উপর লেনদেনের উপর ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি ধার্য করবে। এর ফলে এ বার থেকে ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা গুনতে হবে বলে জানা গিয়েছে।

এ বার প্রশ্ন হচ্ছে, ইন্টারচেঞ্জ ফি কাকে বলে? ইন্টারচেঞ্জ ফি সাধারণত কার্ড পেমেন্টের সঙ্গে যুক্ত থাকে। লেনদেন গ্রহণ করা, প্রক্রিয়াকরণ এব অং অনুমোদনের খরচ তোলার জন্য এটি ধার্য করা হয়। সার্কুলারে বলা হয়েছে, প্রিপেড ইনস্ট্রুমেন্টের ইস্যুকারীকে ২০০০ টাকার বেশি অর্থ লেনদেন করার মূল্য লোদ করার জন্য রেমিটর ব্যাঙ্ককে ফিয়ের ১৫ বেসিস পয়েন্ট দিতে হবে। 

ব্যাঙ্ক এবং প্রিপেড ওয়ালেটের মাধ্যমে এক ব্যক্তির থেকে আর এক ব্যক্তির মধ্যে লেনদেন বা কোনও ব্যক্তির থেকে অন্য ব্যবসায়ীর মধ্যে লেনদেনের ক্ষেত্রে এই ফি ধার্য করা হবে না বলে জানানো হয়েছে। যদিও ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি একটি বিস্তৃত শুল্ক, নির্দিষ্ট ধরণের ব্যবসায়ীরাও কম বিনিময় শুল্কের জন্য যোগ্য হবেন। উদাহরণস্বরূপ, একটি প্রিপেইড যন্ত্র ব্যবহার করে UPI এর মাধ্যমে জ্বালানি পরিষেবা স্টেশনগুলিতে করা অর্থপ্রদান শুধুমাত্র ০.৫ শতাংশের বিনিময় বহন করবে।


Subhraroop

সম্পর্কিত খবর