এবার টার্গেট বড়? কেন্দ্রের কাছে CRPF কোম্পানি চেয়ে পাঠাল ED! রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় বেশ ভালো রকম হতবাক হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলতে চাইল ইডি (Enforcement Directorate)। কেন্দ্রের কাছে ১ কোম্পানি CRPF চেয়ে আবেদন গেল ইডির তরফ থেকে‌। তবে কি আগামী দিনে কোনও বড়সড় অভিযানের পরিকল্পনা রয়েছে? জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, এইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন ইডির যুগ্ম নির্দেশক। ১ কোম্পানি CRPF বিধাননগরের OGC কমপ্লেক্সে ইডির সদর দফতরেই থাকবে। প্রয়োজন মত ইডি আধিকারিকদের সঙ্গে তল্লাশিতে যাবেন এই বাহিনীর সদস্যরা। তবে এহেন তামঝাম দেখে অনেকেই মনে করছেন, আগামি দিনে কোনও বড়সড় অভিযানের পরিকল্পনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি‌।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের গুণ্ডা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বেশ বড় সমস্যায় পড়ে ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের হামলায় ৩ ইডি কর্তার মাথা ফাটে। পাথর ছুঁড়ে ফাটিয়ে দেওয়া হয় গাড়ির কাঁচ। কেড়ে নেওয়া হয়। ল্যাপটপ, ফোন ও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনার পরপরই কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে মিটিং করে ইডি ডিরেক্টর।

আরও পড়ুন : ২০ বছরেও পারলেন না! ক্ষমা চাইলেন মমতা, ‘রামাতঙ্ক’ বলে পাল্টা বেনজির তোপ শুভেন্দুর

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত সিবিআইয়ের জন্য বরাদ্দ বাহিনী নিয়ে অভিযানে যেতেন ইডি আধিকারিকরা। এই বাহিনী থাকে নিজাম প্যালেসে। তবে সন্দেশখালির ঘটনার পর থেকে আর কোনও ঝুঁকি নিতে চাননি ইডি আধিকারিকরা। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। সেই সাথে ১ কোম্পানি CRPF বাহিনীও চেয়ে পাঠিয়েছে ED।

আরও পড়ুন : রামমন্দিরে ভক্তদের সুনামি! ভাঙল ব্যারিকেড, উদ্বোধনের পরদিনই বন্ধ হল রামলালার দর্শন

image 1674304982

তারপর থেকেই রাজনৈতিক কারবারিদের ধারণা, নিয়োগ, রেশন দুর্নীতির মূল কাণ্ডারিদের মাথা অবধি পৌঁছাতে চাইছে ইডি কর্তারা। কারণ বড়সড় কোনও তদন্তের ক্ষেত্রে আরও বড় আক্রমণ হতে পারে বলে ধারণা করছেন ইডি কর্তারা। তাই এখন থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে চাইছেন তারা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর