উপত্যকায় ফের গোলাগুলি চালাল পাক সেনা, শহিদ এক জওয়ান

বাংলা হান্ট ডেস্ক : পুলওয়ামা কাণ্ডের পর ভারতকে একপ্রকার টার্গেট করে ফেলেছে পাকিস্তান, বিশেষ করে কাশ্মীরের উপর থেকে যখন বিশেষ ধারা তুলে নেওয়া হয় ঠিক তার পর থেকেই একাধিক বার উপত্যকা অশান্ত হয়ে উঠেছে। বারবার ভারতীয় সেনা জওয়ানদের ঘাঁটি লক্ষ্য করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। গত সপ্তাহের বৃহস্পতিবারের পর এ বার সোমবার, এ বার কাশ্মীরের গুরেজ সেক্টরে গোলাগুলি চালাল পাকিস্তান। বন্দি পড়া থেকে তাই এক শ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গোলাগুলি ছাড়াই পাকিস্তান আর তাতেই শহিদ হন এক সেনা জওয়ান।

সম্প্রতি একাধিক বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান গোলাগুলি চালাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস অবধি প্রায় আড়াই হাজার বার  অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং গোলাগুলি চালিয়েছে। নিয়ন্ত্রণরেখা ঘেঁষা সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছেন এই পাক সেনারা।indian army 1200x667 1

এর আগে ২৫ নভেম্বর ভারতীয় সেনা পাক সেনাকে মোক্ষম জবাব দিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, পাক সেনা নিয়ন্ত্রণ রেখায় সোমবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তিনটি সেক্টরে চরম গোলাগুলি করে। পাক সেনা পুঞ্ছ এর কসবা, কিরনি আর জম্মুর পালম্বালা সেক্টরে আচমকা ফায়ারিং শুরু করে দেয়।

এরপর ভারতীয় সেনা পাকিস্তানে পালটা হানা চালায়, ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে পাক সেনা তিন থেকে চারটি পোস্ট ছেড়ে পালিয়ে যায়। আবার ওই পোস্ট গুলো ফিরে পাওয়ার জন্য পাক সেনা লাগাতার চেষ্টা চালাতে থাকে, কিন্তু ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে তাঁরা পোস্টে ফিরে যাওয়ার সাহস জোগাতে পারেনি। ভারতীয় সেনার জবাবি ফায়ারিংয়ে পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়।

 

সম্পর্কিত খবর