১০০ দিনের প্রকল্পে ১০ কোটির দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে! মামলা হাইকোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিকবার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল আর এবার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো, যা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে।

সাম্প্রতিককালে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং অন্যান্য একাধিক ক্ষেত্রে দুর্নীতিতে জেরবার শাসক দল আর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মালদহ জেলার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। তবে বর্তমানে এই ঘটনা কলকাতা হাইকোর্টে যাওয়ার বিষয়টি নজিরবিহীন বলা চলে। শুধু তাই নয়, এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি খাতুন, উপপ্রধান, সুপারভাইজার এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ১০ কোটি টাকা দুর্নীতির গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এক গ্রামবাসীর দাবি, ১০০ দিনের প্রকল্পে আমাদের গ্রামে উদ্যান পালন থেকে শুরু করে রাস্তা ঢালাই, মাটি ভরাট এবং মাদ্রাসার ভিতরকার এলাকা তৈরি করার মত কাজে একাধিক দুর্নীতি হয়েছে আর এ সকল দুর্নীতি করেছে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মিলে।”

অভিযোগের তালিকা এখানেই শেষ নয়, কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় জমির ভিতর কলা চাষের নাম করে লাখ লাখ টাকা নিজেদের ঘরে ঢোকানো হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। পুকুর কাটার নামে দুর্নীতিও এক্ষেত্রে বাদ যায়নি। এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের প্রসঙ্গে মামলাকারী জানান, “কুশিদা গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতে একটিও কাজ হয়নি, তবে সব কিছু বাবদ টাকা হাতিয়েছে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানরা।”

kolkata highcourt

যদিও গ্রাম পঞ্চায়েতের কেউই এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করেনি। তবে পঞ্চায়েত প্রধানের স্বামী দাবি করেন, “এ সকল অভিযোগের কোন সারমর্ম নেই। কয়েকজন ব্যক্তি মিলে আমাদের কাছে টাকা দাবি করেছিল, কিন্তু তা না দেওয়ায় মিথ্যে অভিযোগ করা হয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর