বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে চলা মহামারীর প্রভাবে স্তব্ধ হয়ে পড়েছিল সব কিছুই। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতেও। ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণে আমাদের দেশে অনেক শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই ধরনের শিশুদের সাহায্য করার জন্য, সরকার “PM Cares for Children” স্কিমটি চালু করেছে।
“PM Cares for Children”-স্কিমটি অন্যান্য বিষয়ের সাথে সাথে এই শিশুদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ তহবিল বলে বিবেচিত হয়। এর সাহায্যে ১৮ বছর বয়স থেকে মাসিক বৃত্তি এবং ২৩ বছর বয়সে ১০ লক্ষ টাকা এক সাথে প্রদান করা হয়।
ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই বিশেষ প্রকল্পের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে। আগে এই স্কিমটি ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ ছিল। এই বিষয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিব, মহিলা ও শিশু উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে আদেশ জারি করা হয়েছে।
“PM Cares for Children”- স্কিমের নির্দেশিকা অনুসারে, দেখভাল এবং সুরক্ষার প্রয়োজনে শিশুদের অ-প্রতিষ্ঠানিক দেখভালের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। একই সময়ে, প্রতিষ্ঠানে বসবাসকারী শিশুদের জন্য প্রতি মাসে ২,১৬০ টাকা রক্ষণাবেক্ষণ বাবদ অনুদানের প্রসঙ্গ উপস্থাপিত করা হয়েছে।
পাশাপাশি, এই প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী অনাথ শিশুদের নাম তাদের নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয়ে নথিভুক্ত করা হয়। এছাড়াও, বেসরকারী স্কুলে ভর্তি হওয়ার পরে, তাদের ফি কেন্দ্রীয় সরকার PM কেয়ার ফান্ড থেকে জমা করে। এমনকি, শিশুদের বই, স্কুল ড্রেস ইত্যাদির খরচও কেন্দ্রীয় সরকার বহন করে।
একই সময়ে, ১১ বছরের বেশি বয়সী শিশুদের সৈনিক স্কুল এবং নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয়। পাশাপাশি, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সমস্ত অনাথ শিশুরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবে। ১৮ বছর বয়স পর্যন্ত যেটির প্রিমিয়াম কেন্দ্রীয় সরকার প্রদান করবে।
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত “PM Cares for Children”-এর জন্য ৩৮৫৫ টি আবেদন অনুমোদন করেছে। এর মধ্যে বিভিন্ন রাজ্যের জেলা কর্তৃপক্ষ ৬৬৭ টি আবেদনের অনুমোদন দিয়েছে। বাকি আবেদনগুলি যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
এই স্কিমের বিস্তারিত বিবরণ একনজরে দেখে নেওয়া যাক:
এই স্কিমের সাহায্যে করোনার কারণে যেসব শিশু তাদের পিতা-মাতাকে হারিয়েছে সেই সমস্ত শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত মাসিক বৃত্তি দেবে সরকার। এছাড়াও, এর অধীনে, শিশুরা ২৩ বছর বয়সে PM কেয়ার ফান্ড থেকে ১০ লক্ষ টাকা পাবে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার এই শিশুদের বিনামূল্যে শিক্ষাও দেবে।
এছাড়াও, এই প্রকল্পের অধীনে শিশুরা উচ্চশিক্ষার জন্য ঋণ পাবে, যার সুদ দেওয়া হবে পিএম কেয়ার ফান্ড থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ১৮ বছর পর্যন্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবে এই শিশুরা। যার প্রিমিয়াম PM কেয়ার ফান্ড থেকে পূরণ করা হবে।
দশ বছরের কম বয়সী শিশুদের নিকটতম কেন্দ্রীয় স্কুল বা বেসরকারি স্কুলে ভর্তি করা হবে৷ এছাড়াও, ১১ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কেন্দ্রীয় সরকারের যে কোনো আবাসিক স্কুল, যেমন সৈনিক স্কুল এবং নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে।
যদি শিশুটি তার অভিভাবক বা পরিবারের অন্য কোন সদস্যের সাথে থাকে, তাহলে সে নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয় বা প্রাইভেট স্কুলেও ভর্তি হতে পারবে। পাশাপাশি, যদি শিশুটি একটি প্রাইভেট স্কুলে ভর্তি হয়, তাহলে শিক্ষার অধিকার আইনের অধীনে, তার ফি দেওয়া হবে PM কেয়ার ফান্ড থেকে এবং তার স্কুলের ইউনিফর্ম, বই এবং খাতার খরচও দেওয়া হবে।